০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মা‌লিক সে‌জে অ‌ন্যের বাগান বি‌ক্রি, প্রতারক চ‌ক্রের বিরু‌দ্ধে মামলা

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে ভুয়া মালিক সেজে জনৈক এক ব‌্যক্তির গাছ বি‌ক্রি ক‌রে দেওয়ার অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে এক‌টি প্রতারক চ‌ক্রের বিরু‌দ্ধে। প্রতারণার বিষয়‌টি জানাজা‌নি হলে ভুক্ত‌ভোগী গাছ ব্যবসায়ী দুলাল মিয়া ৮জন নামীয় ও অজ্ঞাতনামা ৫-৭জনের বিরুদ্ধে উলিপুর থানায় মামলা করেন। ঘটনাটি পৌর শহরের মুন্সিপাড়া এলাকার।
অ‌ভিযুক্তরা হলেন- তবকপুর উমানন্দ মাওলানাপাড়ার হাবিবুর রহমান, দুলু মিয়া, মিজানুর রহমান, মিলন মিয়া, রফিকুল ইসলাম, মোস্তফা মিয়া, লুৎফর রহমান, পৌর শহরের বলদিপাড়ার আব্দুর রাজ্জাক।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালে ছাইফুর রহমান নামের এক কলেজ অধ্যক্ষ রেল স্টেশন এলাকায় ১৩ শতক জমি কেনেন। ওই জমিতে ইউক্যালিপটাস গাছের বাগান করেন তি‌নি। এরপর থেকে ওই এলাকার আনিছুর রহমান গাছগুলো দেখভাল করছি‌লেন। গত ১২ অক্টোবর ওই প্রতারক চক্রের সদস্য হাবিবুর রহমান ও আব্দুর রাজ্জাক গাছের বাগানটি তা‌দের দা‌বি ক‌রে তিন লাখ টাকায় তবকপুর ইউনিয়নের উমানন্দ মাওলানাপাড়া এলাকার গাছ ব্যবসায়ী দুলাল মিয়ার কাছে বিক্রি করেন। প্রথ‌মে ৫০ হাজার পরে দুই লাখ ‌মোট আড়াই লাখ টাকা দিয়ে ১৭ অ‌ক্টোবর বাগানে গাছ কাটতে গেলে চক্রটি গাছ কাট‌তে বাধা দেন।
পরে গাছের মূল্যবাবদ দেওয়া আড়াই লাখ টাকা ফেরত চাইলে চক্রটি দেশীয় অস্ত্র দিয়ে দুলাল মিয়াকে মারপিট করে আহত করে। প‌রে দুলাল মিয়ার ব্যবহৃত বাজাজ সিটি মোটরসাইকেলটি আব্দুর রাজ্জাক নিয়ে যান।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, আরেকজন আদালতে আত্মসমর্পণ করেছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
জনপ্রিয় সংবাদ

ছাত্রদল নেতার বিরুদ্ধে ফ্যাসিস্টদের সম্পদ দেখভালের দায়িত্ব পালনের অভিযোগ

মা‌লিক সে‌জে অ‌ন্যের বাগান বি‌ক্রি, প্রতারক চ‌ক্রের বিরু‌দ্ধে মামলা

আপডেট সময় : ০৪:৩৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে ভুয়া মালিক সেজে জনৈক এক ব‌্যক্তির গাছ বি‌ক্রি ক‌রে দেওয়ার অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে এক‌টি প্রতারক চ‌ক্রের বিরু‌দ্ধে। প্রতারণার বিষয়‌টি জানাজা‌নি হলে ভুক্ত‌ভোগী গাছ ব্যবসায়ী দুলাল মিয়া ৮জন নামীয় ও অজ্ঞাতনামা ৫-৭জনের বিরুদ্ধে উলিপুর থানায় মামলা করেন। ঘটনাটি পৌর শহরের মুন্সিপাড়া এলাকার।
অ‌ভিযুক্তরা হলেন- তবকপুর উমানন্দ মাওলানাপাড়ার হাবিবুর রহমান, দুলু মিয়া, মিজানুর রহমান, মিলন মিয়া, রফিকুল ইসলাম, মোস্তফা মিয়া, লুৎফর রহমান, পৌর শহরের বলদিপাড়ার আব্দুর রাজ্জাক।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালে ছাইফুর রহমান নামের এক কলেজ অধ্যক্ষ রেল স্টেশন এলাকায় ১৩ শতক জমি কেনেন। ওই জমিতে ইউক্যালিপটাস গাছের বাগান করেন তি‌নি। এরপর থেকে ওই এলাকার আনিছুর রহমান গাছগুলো দেখভাল করছি‌লেন। গত ১২ অক্টোবর ওই প্রতারক চক্রের সদস্য হাবিবুর রহমান ও আব্দুর রাজ্জাক গাছের বাগানটি তা‌দের দা‌বি ক‌রে তিন লাখ টাকায় তবকপুর ইউনিয়নের উমানন্দ মাওলানাপাড়া এলাকার গাছ ব্যবসায়ী দুলাল মিয়ার কাছে বিক্রি করেন। প্রথ‌মে ৫০ হাজার পরে দুই লাখ ‌মোট আড়াই লাখ টাকা দিয়ে ১৭ অ‌ক্টোবর বাগানে গাছ কাটতে গেলে চক্রটি গাছ কাট‌তে বাধা দেন।
পরে গাছের মূল্যবাবদ দেওয়া আড়াই লাখ টাকা ফেরত চাইলে চক্রটি দেশীয় অস্ত্র দিয়ে দুলাল মিয়াকে মারপিট করে আহত করে। প‌রে দুলাল মিয়ার ব্যবহৃত বাজাজ সিটি মোটরসাইকেলটি আব্দুর রাজ্জাক নিয়ে যান।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, আরেকজন আদালতে আত্মসমর্পণ করেছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।