কুষ্টিয়া প্রতিনিধি
বিএনপির ডাকা দেশবিরোধী অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামিলীগের আয়োজনে এক শান্তি সমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত থেকে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ: কা: ম: সরওয়ার জাহান বাদশাহ্ বলেন- আওয়ামী লীগ কচুর পাতার পানি নয়, নয় আলোকলতা যে ঠেলা দিয়ে ফেলে দেবেন।
বুধবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক শান্তি সমাবেশ তিনি এ সব কথা বলেন। তিনি আরো বলেন, অন্যায়ভাবে দেশি-বিদেশি কোন ক্ষমতা আওয়ামী লীগকে সরাতে পারবে না।
শান্তি সমাবেশ আরো বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন রিমন, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চাইলে, নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে কাউকে ছাড় দেয়া হবে না। ঐক্যবদ্ধ দৌলতপুর আওয়ামী লীগ সবধরনের পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত।
দুপুরের পর বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে সমাবেশে যোগ ১৪ ইউনিয়ন থেকে আওয়ামীলীগের কয়েক হাজার কর্মী সমর্থকেরা।





















