কুড়িগ্রাম প্রতিনিধি
আবেদনের ৭ মাস পেড়িয়ে গেলেও বীর নিবাসে বিদ্যুৎ পৌঁছায়নি। একাধিকবার যোগাযোগ করেও মাসের পর মাস কেটে যাচ্ছে তবুও দেয়া হচ্ছে না সংযোগ। বিদ্যুৎ বিহীন মুক্তিযোদ্ধা পরিবার। এনিয়ে মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, কুড়িগ্রামের চিলমারীতে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস তৈরির কাজ চলছে। ধিরে ধিরে সকল মুক্তিযোদ্ধা এই প্রকল্পের অধিনে আসবে বলেও জানান মুক্তিযোদ্ধারা। এরই ধারাবাহিকতায় সরকার ২য় ধাপে ৩৫ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য বীর নিবাসের বরাদ্দ দেয়। বীর নিবাসের বরাদ্দ পান থানাহাট ইউনিয়নের বালাবাড়িহাট বানুকিশামত এলাকার বীর মুক্তিযোদ্ধা মো: আনছার আলী। এরই প্রেক্ষিতে চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ সংযোগের জন্য তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সুপারিশ নিয়ে আবেদন করেন ওই মুক্তি যোদ্ধা । সকল সুবিধার সাথে এই বীর নিবাসে বিদ্যুতের সুবিধা দেয়ার কথা থাকলেও আবেদনের ৭মাস পেড়িয়ে গেলেও বীর নিবাসে দেয়া হয়নি বিদ্যুৎ সংযোগ দেয় বিদ্যুৎ বিভাগ। বীর নিবাসে বিদ্যুৎ সংযোগ না দেয়ায় সুবিধা থেকে মুক্তিযোদ্ধাকে বঞ্চিত করায় ক্ষোভ বাড়ছে মুক্তিযোদ্ধাদের মাঝে। প্রায় জানিয়ে বীর মুক্তিযোদ্ধা মো: আনছার আলী বলেন,৭মাস থেকে বিদ্যুৎ অফিসে ঘুরছি। উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন স্থানে বারবার ঘুরেও বিদ্যুৎ সংযোগ পাচ্ছিনা, ফলে আমার ছেলে মেয়েদের লেখাপড়া বিগ্ন হচ্ছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমেদ বলেন, বিদ্যুৎ বিভাগ যদি একজন মুক্তিযোদ্ধার সাথে এমন আচরন করেন, তাহলে সাধারন মানুষের সাথে আরো কত খারাপ করতে পারেন।আমরা এর প্রতিকার চাই। চিলমারী বিদ্যুৎ সাব জোনাল অফিস এজিএম মো. আজিজুল ইসলাম জানান, একটু সমস্যা ছিল, সমস্যা সমাধান হয়েছে, দ্রুত যেগুলো বীর নিবাসে সংযোগ বাকি আছে সেগুলোতে সংযোগ দেয়া হবে।























