দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -৩ (মুরাদনগর) আসনে হাইকোর্টের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম সরকার।
এর পূর্বে প্রার্থিতা যাচাই-বাছাইয়ের সময়ে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করলে তিনি নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পাবার জন্য আপিল করেন। নির্বাচন কমিশনে আপিলের শুনানি শেষে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকারের মনোনযনপত্র বাতিল বলে রায় দেন। ইসি রাযের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করলে আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) হাইকোর্টের একটি বেঞ্চ জাহাঙ্গীর আলম সরকারের মনোনয়নপত্র বৈধ বলে রায দেন।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকারের প্রার্থিতা ফিরে পাওয়ায় এলাকার নেতা কর্মীদের মাঝে আনন্দের বন্যা বযে যায়।
আগামীকাল জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে
প্রতীক নেবেন বলে স্বতন্ত্রপ্রার্থী জাহাঙ্গীর আলম সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র জানান।
প্রতীক পাওয়ার পরেই তিনি মাঠে প্রচার প্রচারণা শুরু করবেন বলে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকারের সমর্থক নেতাকর্মীরা জানান।
উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম সরকারের কনিষ্ঠ কন্যা ব্যারিস্টার বেনজিব আলম অনন জাকের পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে গোলাপ মার্কায় নিয়ে পিতার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


























