চট্টগ্রামে গ্যাস সংকট কাটছেই না, আগামী নতুন বছরের জানুয়ারি মাসেও থাকবে এই সংকট। বন্দরনগরী চট্টগ্রামের অধিকাংশ এলাকায় এই সংকটে বাসা – বাড়ীর রান্নার চুলায় আগুন জ্বলছে না। নগরবাসীর অভিযোগ— প্রতিদিন সকাল ৮টা থেকে রাত পর্যন্ত রান্নার চুলায় গ্যাস সরবরাহ না থাকায় সকালে ও রাতের খাবার রান্নায় চরম ভোগান্তিতে পরতে হচ্ছে নগরবাসিকে। এই ‘সংকট’ শুধু মাত্র রান্না ঘরেই নয়; গত তিন দিন ধরে চাহিদা অনুসারে গ্যাসের সরবরাহ কম সিএনজি ফিলিং স্টেশন গুলোতে। তীত্র গ্যাস সংকটের বিষয়টি স্বীকার করেছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন,‘শুধু চলতি ডিসেম্বর মাস মাস নয়; এমন সংকট থাকবে আগামী জানুয়ারি মাসের শেষ পর্যন্ত।’ কেজিডিসিএল সূত্র জানায়, দৈনিক ৩১২ মিলিয়ন থেকে ৩৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস চাহিদা থাকলেও বর্তমানে চট্টগ্রামে গ্যাস সরবরাহ ২৭০ থেকে ২৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস দেওয়া হচ্ছে। চট্টগ্রামের দু’টি সার কারখানায় দেওয়া হচ্ছে ৯০ থেকে ১০০ মিলিয়ন ঘনফুট, গ্যাস নির্ভর বিদ্যুৎকেন্দ্রে ৪০ মিলিয়ন ঘনফুট এবং সিএনজি ফিলিং স্টেশনে ১৯ মিলিয়ন ঘনফুট গ্যাস। বাকি গ্যাস দেওয়া হচ্ছে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বাসায় গ্যাস নেই বলে জানিয়েছেন নগরীর নাজির পাড়া সুন্নীয়া মাদ্রাসা সংলগ্ন শ্যামলি আবাসিক এলাকার বাসিন্দা মোঃ গোলাম রাব্বানী। তিনি বলেন, ‘সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত গ্যাস সম্পূর্ণ বন্ধ থাকে। মাঝে মাঝে মিটি মিটি করে রান্নার চুলায় আগুন জ্বলে। কিছুক্ষণের জন্য গ্যাস লাইনে আসলেও কয়েক মিনিটের মধ্যে লাপাত্তা হয়ে যায়। পরে একেবারে রাত ৯টার দিকে দিলেও তাতে বেশিক্ষণ ব্যবহার করা যায় না। গতকাল রাত ৯টার দিকে ৩০ মিনিট মতো চুলায় রান্না করার পর পুনরায় গ্যাস চলে যায়।’ এমন সমস্যা প্রতিদিন চলতে থাকায় বিকল্প হিসাবে গ্যাস সিলিণ্ডার কিনে এনে বাসার রান্নার কাজ সারতে হচ্ছে বলে জানান মোঃ গোলাম রাব্বানী। রাঙ্গুনিয়া ইছাখালী সদর বিসমিল্লাহ ফিলিং ষ্টেশনের ম্যানেজার আমিনুল হক বাবুল জানান, গত কয়েক দিনে গ্যাস সরবরাহ কম থাকায় গাড়ীতে গ্যাস দেয়ার কাজে বিঘ্নতার সৃষ্টি হচ্ছে। গ্যাস না পেয়ে অনেক গাড়ী চালক ও মালিক রাস্তায় গাড়ী নিয়ে নানা সমস্যার সম্মুখিন হচ্ছেন। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আমিনুর রহমান বলেন, ‘মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ায় চট্টগ্রামে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। চাহিদার চেয়ে সরবরাহ কম থাকায় বেশ কিছু দিন ধরে এই সংকট চলছে। সংকট আগামী জানুয়ারি মাসের শেষ পর্যন্ত থাকতে পারে।’
শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামজুড়ে চরম ভোগান্তি
-
এয়াকুব আলী মনি, চট্টগ্রাম - আপডেট সময় : ০৫:৪৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
- ।
- 132
জনপ্রিয় সংবাদ























