প্রথম শব্দটা শুনলে সবার মনে দাগ কেটে যায়। স্কুলে ফাস্ট হওয়া কিংবা প্রতিযোগিতায় প্রথম হওয়া নয়। তবুও ফারজানা যে রেকর্ড করেছেন তা মূল্যহীন নয়। বরং তার কীর্তিটাই মানুষ মনে রাখবে আজীবন। ভারতের সাথে জুলাইয়ে মিরপুরে দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে শতকের দেখা পেয়েছিলেন। সেই সাফল্যকে পাশ কাটিয়ে আবারও নতুনভাবে গড়েছেন ইতিহাস। দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে বিদেশের মাঠে করেছেন সেঞ্চুরি। গত বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৬৭ বলে পিংকি খেলেছেন ১০২ রানের ইনিংস। প্রায় দুই যুগ পর মেয়েদের ক্রিকেটে বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরির দেখা পেল বাংলাদেশ। তাছাড়া ৬১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে যেটি পিংকির দ্বিতীয় শতক। যদিও তার দুর্দান্ত শতক হাঁকানোর দিনে ম্যাচ বাঁচাতে পারেনি নারীরা। বুধবার পচেফস্ট্রæমে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ২২২ রান করে বাংলাদেশ। জবাবে ২৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর করে প্রোটিয়ারা। ফলে সিরিজে সমতা ফিরেছে। যদিও ম্যাচশেষে আক্ষেপে পুড়তেই পারেন পিংকি। কেননা ক্রিজে থিতু হওয়ার পর পায়ে টান না পড়লে বাংলাদেশের পুঁজিটা আরও বড় হতে পারত। ২০১১ সালের নভেম্বরে ওয়ানডে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু ফারজানার। এই সংস্করণে ৬১ ম্যাচের ক্যারিয়ারে প্রথম ৫৫ ম্যাচে তার কোনো সেঞ্চুরি ছিল না। সবশেষ ছয় ম্যাচেই করে ফেললেন দুটি, গত জুলাইয়ে মিরপুরে ভারতের বিপক্ষে করেন প্রথমটি। তাই আগামী দিনে তার থেকে আরো শতকের আশা রাখা অস্বাভাবিক কিছু নয়।
ওয়ানডেতে নারীদের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস
নাম রান প্রতিপক্ষ ভেন্যু সাল
ফারজানা হক ১০৭ ভারত মিরপুর ২০২৩
ফারজানা হক ১০২ দ.আফ্রিকা পচেসট্রুম ২০২৩
মুর্শিদা খাতুন ৯১* দ.আফ্রিকা ইস্ট লন্ডন ২০২৩
সালমা খাতুন ৭৫* ভারত আহমেদাবাদ ২০১৩
রুমানা আহমেদ ৭৫ ভারত আহমেদাবাদ ২০১৩


























