সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীতে অতিরিক্ত মেট্রো রেল সার্ভিস চালু করা হবে। যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এই বিশেষ উদ্যোগ নিয়েছে।
ডিএমটিসিএল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। সে কারণে নিয়মিত সময়সূচির পাশাপাশি বিশেষ মেট্রো ট্রেন সার্ভিস পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে জানাজায় অংশ নিতে আসা মানুষদের যাতায়াত সহজ হবে এবং সড়কে অতিরিক্ত চাপ কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্মানিত যাত্রীসাধারণের সুবিধার্থে আগামীকাল বুধবার ডিএমটিসিএলের নিয়মিত মেট্রো রেল চলাচলের সঙ্গে অতিরিক্ত বিশেষ ট্রেন যুক্ত থাকবে। প্রয়োজন অনুযায়ী ট্রেনের সংখ্যা ও চলাচলের ব্যবধান সমন্বয় করা হবে।
এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজাস্থল নির্ধারণ করা হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ এবং মানিক মিয়া এভিনিউসংলগ্ন এলাকা।
জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক এই প্রধানমন্ত্রীকে ‘জিয়া উদ্যানে’ তাঁর স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে শায়িত করা হবে।
উল্লেখ্য, খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে রাজধানীতে বিভিন্ন স্তরের মানুষের ঢল নামতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন সেবা সংস্থাও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।
এমআর/সবা


























