রাঙ্গামাটি জেলায় আজ সেনাবাহিনী কর্তৃক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৩০৫ পদাতিক ব্রিগেড রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে বুধবার সকাল ৯ টায় রিজিয়ন মাঠ প্রাঙ্গনে এসব মানবিক সহায়তা এবং শীতবস্ত্র বিতরণ করেন রাঙ্গামাটি রিজিযন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ এসপিপি, এএফডব্লিউসি,পিএসসি। এ সময় অসহায় ও দুস্থ পরিবারের আত্মকর্মসংস্থানের জন্য ৩টি সেলাই মেশিন, ঘর মেরামতের জন্য ঢেউটিন, দুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য ১লক্ষ ১৭ হাজার টাকা মানবিক সহায়তাসহ সর্বমোট ১লক্ষ ৬০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এসময় মেজর মো: শফিকুল ইসলাম, মেজর তাজদিক বিন নজরুল, জিএসও-২ মেজর মো: আসফিকুর রহমানসহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিরোনাম
রাঙ্গামাটিতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান
-
রাঙ্গামাটি প্রতিনিধি - আপডেট সময় : ০৩:৫৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
- ।
- 104
জনপ্রিয় সংবাদ























