আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলায় কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচীর অংশ হিসেবে নৌকার সমর্থনে ভোট চেয়ে লিফলেট বিতরন করেন বাংলাদেশ ছাত্রলীগ নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক তানভীর সিকদার। বৃহস্পতিবার সকালে ভোলার সদর রোড থেকে শুরু করে নতুন বাজার পর্যন্ত বিভিন্ন দোকানে,পথচারী,ব্যবসায়ীদের কাছে গিয়ে শেখ হাসিনার সালাম পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। একই সাথে ভোলা-১ আসনের নৌকার প্রার্থী আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য সাবেক বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এর পক্ষে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য নৌকায় ভোট দেয়ার অনুরোধ জানান। স্মার্ট বাংলাদেশ,স্মার্ট ভোলা গড়তে নৌকাকে বিজয়ী করার আহবান জানান সবার কাছে।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক তানভীর সিকদার আরো বলেন, আওয়ামী লীগে টানা তিন মেয়েদা ক্ষমতায় থাকায় দ্বীপ জেলা ভোলায় অনেক উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন টেকসই করতে আবারও নৌকার পক্ষে সবাইকে ভোট দেওয়ার আহবান জানান।
এসময় তানভীর সিকদার আরো বলেন, প্রতিটি নির্বাচনে ছাত্রলীগ দেশরত্ন শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ডের কথা ভোটারদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। আমরা ভোটারদের পক্ষ থেকে ব্যপক সাড়া পাচ্ছি। আমাদের বিশ্বাস মানুষ এখন আর আগের মতো ভুল করতে চায় না। তাই তারা উন্নয়নের পক্ষে, জননেত্রী শেখ হাসিনার পক্ষে নৌকার পক্ষে রায় দিবে বলে জানান।
তিনি আরো বলেন, ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ছাত্রলীগ অগ্রনী ভূমিকা পালন করছে। স্মার্ট বাংলাদেশ কোনো দলীয় লক্ষ্য নয়। আজ স্মার্ট বাংলাদেশ সারা দেশের মানুষের লক্ষ্য হিসাবে গন্য হয়েছে। প্রধানমন্ত্রী আজ গ্রামকে শহরে রুপান্তর করেছে।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ, সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল,সিনিয়র সহ- সভাপতি জাকারিয়া হোসেন অমি,রাশেদুজ্জামান হ্যাভেন,জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাশরুর মাহমুদ নিলয়, ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালমান গোলদার সহ আরো অনেকই এসময় উপস্থিত ছিলেন।






















