দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ শাহজাহান ওমর বলেছেন, আমি স্বাধীনতার স্বপক্ষের শক্তি। তাই আমি আওয়ামী লীগের যোগদান করেছি। আমি আওয়ামী লীগের সর্বকনিষ্ঠ সদস্য। আমাকে আপনারা সাদরে গ্রহণ করুন।
আজ শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশালের জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাজাহান ওমর বলেন, ‘নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা বঙ্গবন্ধুর প্রতীক। তাই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে বিএনপি-জামায়াতের নৈরাজ্যকে প্রতিহত করতে হবে।
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আমরা মাত্র নয় মাসে স্বাধীনতা পেয়েছি। বিশ্বের অনেক দেশ বছরের পর বছর যুদ্ধ করেও স্বাধীনতা অর্জন করতে পারেনি। কিন্তু বঙ্গবন্ধুর কারণে মাত্র নয় মাসে আমরা স্বাধীনতা পেয়েছি।’
নৌকাকে বিজয়ে করার জন্য সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান শাজাহান ওমর।























