জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য লিফলেট বিতরণের সময় দিনাজপুরের ঘোড়াঘাটে দুই জন জামায়াতের কর্মীকে আটক করেছে পুলিশ। এসময তাদের কাছ থেকে ২ শতাধিক লিফলেট উদ্ধার করা হয়েছে। উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের ভর্ণাপাড়া বাজার থেকে বুধবার (৩ জানুয়ারি) রাতে তাদেরকে আটক করে পুলিশ। আটক দুজন হলেন, মুগলিশপুর গ্রামের মৃত তালেব আলীর ছেলে ইউসূফ আলী (৪৫) এবং একই গ্রামের নুরুল ইসলামের ছেলে আজগর আলী (৫১)। তারা দুজন ইউনিয়ন জামায়াতের কর্মী। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
পুলিশ জানায়, ভর্ণাপাড়া বাজারে জামায়াতের লোকজন লিফলেট বিতরণ কর এমন তথ্যে বিকেল থেকেই সাদা পোশাকের পুলিশ বাজারটিতে অবস্থান করছিল। মাগরিবের নামাজের কিছু সময় পর জাতীয় নির্বাচন বানচাল এবং ভোটারদেরকে ভোটদান থেকে বিরত থাকা সংক্রান্ত লিফলেট বিতরণ শুরু করে জামায়াত শিবিরের ৫ থেকে ৭ জন নেতাকর্মী। সেখান থেকে পুলিশ দুজনকে আটক করে। বাকিরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, বুধবার রাতে লিফলেট বিতরণের সময় তাদেরকে আটক করা হয়। নাশকতার একটি মামলার তদন্তে আমরা আটক দুজনের সংশ্লিষ্টতা পেয়েছিলাম। দীর্ঘদিন থেকেই আমরা তাদেরকে খুঁজছিলাম। আটক ব্যক্তিদেরকে নাশকতার ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে বৃৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।























