চলমান তীব্র শীত ও কুয়াশায় অসহায় ও কাবু হয়ে পড়েছেন শীতার্ত দরিদ্র মানুষেরা। এমন কঠিন পরিস্থিতিতে নীলফামারীর সৈয়দপুরের মানুষের পাশে দাঁড়ালেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত চিকিৎসক ও সৈয়দপুরের কৃতি সন্তান প্রফেসর ডা. মো. নজরুল ইসলাম। তাঁর মানবিক উদ্যোগের অংশ হিসেবে সহস্রাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (১২ জানুয়ারি) সকালে সৈয়দপুরের উপশহর ঢেলাপীর উত্তরা আবাসন এলাকায় চাঁদভানু কমপ্লেক্সে এই বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে তাঁরই প্রতিষ্ঠিত প্রফেসর নজরুল রিউমাটোলজী ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ (পিএনআরএফঅর) ট্রাস্ট’র পক্ষে এসব কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজী বিভাগের প্রফেসর ডা. মো. নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন তাঁর কন্যা ডা. নুসরাত বিনতে নজরুল, সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-১ শাহীন হোসেন, পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর সাবিহা সুলতানা, স্যানিটারী ইন্সপেক্টর আলতাফ হোসেন, ব্যবসায়ী মমতাজ মিন্টু, মাহবুবুল ইসলাম, পরিবারের সদস্য, সাংবাদিক ও সুধীজন।

























