উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি।
আজ রোববার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্ত্বরে তিনদিন ব্যাপি অবস্থান কর্মসূচির প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে।
অবস্থান কর্মসূচিতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক বলেন, শিক্ষক সমিতির আন্দোলনকে বাঁধাগ্রস্থ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন গনতন্ত্রের বিজয় কন্সার্টের আয়োজন করেছে অথচ সরকারের পক্ষ থেকে এমন বিজয় উল্লাস করা নিষেধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও, যেকোনো ধরনের আনন্দ শোভাযাত্রা করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে । কিন্তু তারা আজ আমাদের অবস্থান কর্মসূচি ভূলুন্ঠিত করার জন্য বিজয় কন্সার্টের আয়োজন করেছে।
তিনি আরও বলেন, মাননীয় উপাচার্য আমাদের সঙ্গে সমঝোতার আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু শিক্ষক সমিতি মনে করে, এ প্রশাসন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকার কোন নৈতিক অধিকার নেই। আমরা এমন নজির কখনো দেখিনি যে, বিশ্ববিদ্যালয়ের আইন অমান্য করে আলাদা সিন্ডিকেট গঠন করে প্রশাসন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। উপাচার্যের নিকট আমার প্রশ্ন, যারা এই দুর্নীতির মাধ্যমে শিক্ষক হবে তারা জাতিকে কি দিবে?
তিনি বলেন, আমরা সম্প্রতি লক্ষ্য করেছি নিয়োগসহ নানা অনিয়মের জবাব চেয়ে বিশ্ববিদ্যালয়ের নিকট জবাব চেয়েছে ইউজিসি। তারা সঠিক ব্যাখা দিতে পারেনি। তারা নির্বাচনী বোর্ডকে নিজেদের খুশিমত ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলে ব্যাস্ত।
সাবেক সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এস এম খসরুল আলম কুদ্দুসী বলেন, ভিসি মহোদয় আমাদেরকে চায়ের আমন্ত্রণ জানান। আমরা চা খেতে গেলে আমাদের যদি চায়ে বিষ মিশিয়ে খাওয়ানো হয় তখন কি হবে। বিশ্ববিদ্যালয় থেকে দুর্নীতির মূলোৎপাটন না হওয়া পর্যন্ত আমাদের ভিসি বিরোধী আন্দোলন কর্মসূচী অব্যাহত থাকবে।
বাংলা বিভাগের অধ্যাপক ড. শফিউল আযম ডালিম বলেন, আমার মনে হয় আপনার এখন সময় এসেছে বিশ্ববিদ্যালয় আরও সুন্দর করে গড়ে তোলার জন্য আরেকজনকে সুযোগ দিয়ে আপন চেয়ার ছেড়ে যাওয়ার অনুরোধ।
সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজ উদ দৌল্লাহ বলেন, যিনি ‘৭৩ এর এক্ট’ কে মেনে চলেন না তার বিশ্ববিদ্যালয় পরিচালনার কোনো অধিকার নেই।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী বলেন, আমাদের এই আন্দোলন চলমান থাকবে ততোদিন পর্যন্ত, যতদিন না এই ভিসি ও প্রো-ভিসির পদত্যাগ না হয়।




















