গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে হওয়া চার মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন ১০ হাজার টাকা মুচলেকায় এসব মামলায় জামিন মঞ্জুর করেন।
এছাড়াও গতকাল বুধবার আরও দুই মামলায় আমীর খসরুর জামিন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক। এর মাধ্যমে তার বিরুদ্ধে হওয়া মোট ১০ মামলার মধ্যে ছয় মামলায় জামিন পেলেন তিনি।
আজ বাকি চার মমলারও জামিন শুনানি হওয়ার কথা রয়েছে। এ মামলাগুলোয় জামিন পেলে আর মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।


























