০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চমেক হাসপাতালে ফের দুই দালাল গ্রেফতার

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একদিনের মাথায় আবারো দুই দালালকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রবিবার (২১ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- চট্টগ্রামের চন্দনাইশ থানার হারলা ৩নং ওয়ার্ড সৈয়দ মাস্টার বাড়ির মৃত হাছি মিয়ার ছেলে মো. রফিক (৩৫) এবং নগরীর নিউ মার্কেট এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. মনসুর (৩৫)। এর মধ্যে রফিক নগরীর লালদীঘি এলাকার এক বোর্ডিংয়ে থাকেন, অন্যজন মনসুর নিউ মার্কেট এলাকার ভাসমান বলে জানিয়েছে পুলিশ। শনিবারও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুই দালালকে গ্রেফতার করে পুলিশ।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আলম আশেক সবুজ বাংলাকে বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও রোগীর স্বজনদের সঙ্গে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে দেওয়া, বাইরের ল্যাবে পরীক্ষার নামে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয় দালালচক্র। দুপুরে এই ধরনের দুইজন দালালকে হাসপাতালে ক্যাজুয়ালিটি ওয়ার্ড থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

চমেক হাসপাতালে ফের দুই দালাল গ্রেফতার

আপডেট সময় : ০৯:২০:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একদিনের মাথায় আবারো দুই দালালকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রবিবার (২১ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- চট্টগ্রামের চন্দনাইশ থানার হারলা ৩নং ওয়ার্ড সৈয়দ মাস্টার বাড়ির মৃত হাছি মিয়ার ছেলে মো. রফিক (৩৫) এবং নগরীর নিউ মার্কেট এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. মনসুর (৩৫)। এর মধ্যে রফিক নগরীর লালদীঘি এলাকার এক বোর্ডিংয়ে থাকেন, অন্যজন মনসুর নিউ মার্কেট এলাকার ভাসমান বলে জানিয়েছে পুলিশ। শনিবারও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুই দালালকে গ্রেফতার করে পুলিশ।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আলম আশেক সবুজ বাংলাকে বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও রোগীর স্বজনদের সঙ্গে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে দেওয়া, বাইরের ল্যাবে পরীক্ষার নামে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয় দালালচক্র। দুপুরে এই ধরনের দুইজন দালালকে হাসপাতালে ক্যাজুয়ালিটি ওয়ার্ড থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।