০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফের কিংসের কাছে হার আবাহনীর

বসুন্ধরা কিংসের সঙ্গে মৌসুমের দ্বিতীয় দেখাটাও সুখকর হলো না ঢাকা আবাহনীর। গতকাল শুক্রবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রিমিয়ার ফুটবল লিগের ম্যাচে বসুন্ধরার কাছে (২-০) গোলে হেরেছে ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী। এর আগে স্বাধীনতা কাপের সেমিফাইনালেও কিংসের কাছে হার মানতে হয়েছিল আবাহনীকে। লিগে পর পর দুই ম্যাচে দারুণ ছন্দে থাকলেও কিংসের বিপক্ষে প্রতিশোধটা নিতে পারেনি আকাশি-নীলরা।

গোপালগঞ্জে শুক্রবার মুখোমুখি হয় ঘরোয়া ফুটবলের অন্যতম শক্তিধর দুই দল ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস। ম্যাচের ৬ মিনিটে ডান প্রান্ত থেকে হৃদয়ের ক্রসে ছোট বক্সের মাথায় বল পেয়ে হেড নেন আবাহনীর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়াশিংটন সান্তোস। তবে দারুণ দক্ষতায় বল গ্রিপে নেন কিংসের অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো। পরের মিনিটে একই রকমভাবে ইরানের ডিফেন্ডার মিলাদ শেখ সোলাইমানির হেডও আটকে দেন জিকো।

২৪ মিনিটে বা প্রান্ত থেকে রবসন রবিনহোর ক্রসে পোস্টের কাছ থেকে লাফিয়ে উঠে হেড নিয়েছিলেন ফরোয়ার্ড রাকিব হোসেন। তবে আবাহনীর পোস্টের নিচেও ছিলেন দীর্ঘদিনের অভিজ্ঞ গোলরক্ষক শহীদুল আলম সোহেল। তাই গোল পায়নি বসুন্ধরা। ২৬ মিনিটে ডান প্রান্ত থেকে মিগেল দামাসেনোর কর্নার কিক বক্সে বা প্রান্ত থেকে হেড করেন ডরিয়েলটন। বিপদ সীমানায় জটলার মধ্যে থেকে বাইসাইকেল কিকে লক্ষ্যভেদ করেন কিংসের অধিনায়ক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহো (১-০)।

২৭ মিনিটে সুযোগ এসেছিল আবাহনীরও। বল নিয়ে বসুন্ধরার বক্সে ঢুকে পড়েছিলেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। তবে তপু বর্মণ বল ক্লিয়ার করেন। ৪০ মিনিটে রবিনহোর বাড়িয়ে দেয়া বলে ডি সীমানায় ঢুকে শট নেন ডরিয়েলটন। তবে গোল আদায় করে নিতে পারেননি। প্রথমার্ধ এগিয়ে থেকেই বিরতিতে যায় কিংস।

৫১ মিনিটে বা প্রান্ত থেকে জনাথনের কর্নার বক্সে ক্লিয়ার হয়। পরের মিনিটে হৃদয়ের কাটব্যাকে বল পেলেও ভারসাম্য হারিয়ে মাঠে পড়ে যাওয়াতে সুযোগ কাজে লাগাতে পারেননি কর্নেলিয়াস স্টুয়ার্ট। ৭২ মিনিটে আরো এক গোল আদায় করে নেয় কিংস। ডরিয়েলটন ও মিগেল দামাসেনো নিজেদের মধ্যে বল আদান-প্রদান করে সুযোগ বুঝে ডান প্রান্ত থেকে বল জালে ঠেলে দেন মিগেল (২-০)। অসংখ্য সুযোগ সৃষ্টি করেও দুই গোলের একটিও শোধ করতে পারেনি আবাহনী। তাই আবারও বসুন্ধরার কাছে হার মানতে হয়েছে তাদের।

 

 

স/মিফা

জনপ্রিয় সংবাদ

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে ৮ জন নিহত

ফের কিংসের কাছে হার আবাহনীর

আপডেট সময় : ০৯:৪০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪

বসুন্ধরা কিংসের সঙ্গে মৌসুমের দ্বিতীয় দেখাটাও সুখকর হলো না ঢাকা আবাহনীর। গতকাল শুক্রবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রিমিয়ার ফুটবল লিগের ম্যাচে বসুন্ধরার কাছে (২-০) গোলে হেরেছে ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী। এর আগে স্বাধীনতা কাপের সেমিফাইনালেও কিংসের কাছে হার মানতে হয়েছিল আবাহনীকে। লিগে পর পর দুই ম্যাচে দারুণ ছন্দে থাকলেও কিংসের বিপক্ষে প্রতিশোধটা নিতে পারেনি আকাশি-নীলরা।

গোপালগঞ্জে শুক্রবার মুখোমুখি হয় ঘরোয়া ফুটবলের অন্যতম শক্তিধর দুই দল ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস। ম্যাচের ৬ মিনিটে ডান প্রান্ত থেকে হৃদয়ের ক্রসে ছোট বক্সের মাথায় বল পেয়ে হেড নেন আবাহনীর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়াশিংটন সান্তোস। তবে দারুণ দক্ষতায় বল গ্রিপে নেন কিংসের অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো। পরের মিনিটে একই রকমভাবে ইরানের ডিফেন্ডার মিলাদ শেখ সোলাইমানির হেডও আটকে দেন জিকো।

২৪ মিনিটে বা প্রান্ত থেকে রবসন রবিনহোর ক্রসে পোস্টের কাছ থেকে লাফিয়ে উঠে হেড নিয়েছিলেন ফরোয়ার্ড রাকিব হোসেন। তবে আবাহনীর পোস্টের নিচেও ছিলেন দীর্ঘদিনের অভিজ্ঞ গোলরক্ষক শহীদুল আলম সোহেল। তাই গোল পায়নি বসুন্ধরা। ২৬ মিনিটে ডান প্রান্ত থেকে মিগেল দামাসেনোর কর্নার কিক বক্সে বা প্রান্ত থেকে হেড করেন ডরিয়েলটন। বিপদ সীমানায় জটলার মধ্যে থেকে বাইসাইকেল কিকে লক্ষ্যভেদ করেন কিংসের অধিনায়ক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহো (১-০)।

২৭ মিনিটে সুযোগ এসেছিল আবাহনীরও। বল নিয়ে বসুন্ধরার বক্সে ঢুকে পড়েছিলেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। তবে তপু বর্মণ বল ক্লিয়ার করেন। ৪০ মিনিটে রবিনহোর বাড়িয়ে দেয়া বলে ডি সীমানায় ঢুকে শট নেন ডরিয়েলটন। তবে গোল আদায় করে নিতে পারেননি। প্রথমার্ধ এগিয়ে থেকেই বিরতিতে যায় কিংস।

৫১ মিনিটে বা প্রান্ত থেকে জনাথনের কর্নার বক্সে ক্লিয়ার হয়। পরের মিনিটে হৃদয়ের কাটব্যাকে বল পেলেও ভারসাম্য হারিয়ে মাঠে পড়ে যাওয়াতে সুযোগ কাজে লাগাতে পারেননি কর্নেলিয়াস স্টুয়ার্ট। ৭২ মিনিটে আরো এক গোল আদায় করে নেয় কিংস। ডরিয়েলটন ও মিগেল দামাসেনো নিজেদের মধ্যে বল আদান-প্রদান করে সুযোগ বুঝে ডান প্রান্ত থেকে বল জালে ঠেলে দেন মিগেল (২-০)। অসংখ্য সুযোগ সৃষ্টি করেও দুই গোলের একটিও শোধ করতে পারেনি আবাহনী। তাই আবারও বসুন্ধরার কাছে হার মানতে হয়েছে তাদের।

 

 

স/মিফা