জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ১৬ জনের নামে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
আজ শুক্রবার সূত্রাপুর থানায় এ দু’টি মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ১৫ তম ব্যাচের ছাত্র আবিদ ইশরাক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৭ তম ব্যাচের মাহমুদুর রহমান।
আবিদ ইশরাকের অভিযোগ পত্র অনুযায়ী মামলার আসামিরা হলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১। মীর মুকিত (২৩) অর্থনীতি বিভাগের ১৫তম ব্যাচ ২। আরাফাত (২৩), হিসাব বিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচ, ৩। সোহান (২৩), প্রাণীবিদ্যা বিভাগের ১৪তম ব্যাচ ৪। জয় সরকার অর্জুন (২১), রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ১৬তম ব্যাচ, ৫। অপু সাহা (২১), হিসাব বিজ্ঞান বিভাগের ১৭তম ব্যাচ, ৬। নিরব (২১), রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ১৭তম ব্যাচ, ৭। রাকিব তালুকদার (২৩), রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচ ৮। হৃদয় রানা (২১), ব্যবস্থাপন বিভাগের ১৭তম ব্যাচ, ৯। সাজিদ (২২), হিসাব বিজ্ঞান বিভাগের ১৬তম ব্যাচসহ অজ্ঞাতনামা ২০/২৫ জন।
অপর মামলার বাদী মাহমুদুর রহমানের করা মামলায় আসামিরা হলেন, ১। গাজী শামসুল হুদা (২৪), নৃবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচ, ২। চয়ন দাস (২৪), ইতিহাস বিভাগের ১৩তম ব্যাচ, ৩। পারিজাত বিশ্বাস (২২), নৃবিজ্ঞান বিভাগের ১৪তম ব্যাচ, ৪। রাহুল আমিন (২৪), নৃবিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচ, ৫। প্রান্ত ঘোষ। (২৩), নৃবিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচ, ৬। রিয়াদ আফ্রিদি (২২), নৃবিজ্ঞান বিভাগের ১৫ তম ব্যাচ, ৭। মায়েল সরকার (২২), নৃবিজ্ঞান বিভাগের ১৬তম ব্যাচসহ অজ্ঞাতনামা ২০/২৫ জন।
এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রবিউল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দু’জন ছাত্র এসে পৃথক দুটি মামলা দায়ের করেন। মামলা দু’টির নম্বর হলো ১০ ও ১১। এ বিষয়ে তদন্ত

























