গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন থানায় করা ১২ মামলায় ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।
পরে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পল্টন থানায় ছয়টি, মতিঝিল থানায় দুটি ও ওয়ারী থানায় করা একটি মামলায় ইশরাক হোসেনকে ছয় সপ্তাহের জামিন দিয়েছেন হাইকোর্ট। এর মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।
শিরোনাম
১২ মামলায় ইশরাকের আগাম জামিন
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় : ০৬:৩৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
- । প্রিন্ট সংস্করণ
- 141
জনপ্রিয় সংবাদ





















