দীর্ঘ ১৭ বছর নির্বাসনের পর দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিসহ স্বৈরাচারের সময়ে যারা গুম-খুনের শিকার হয়েছেন, তাদের প্রতি দেশের ঋণ শোধ করা প্রয়োজন। তিনি এই মন্তব্য করেন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে।
তারেক রহমান বলেন, “কয়েকদিন আগে বাংলাদেশের চব্বিশের আন্দোলনের সাহসী প্রজন্মের সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। হাদি চেয়েছিল, এ দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক। দেশের মানুষ যেন তাদের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার ফিরে পায়। ওসমান হাদিসহ একাত্তরে শহিদ হওয়া ও বিভিন্ন সময়ে গুম-খুনের শিকার ব্যক্তিদের রক্তের ঋণ শোধ করতে হবে। এ জন্য আসুন আমরা সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলি, যেখানে সকলে মিলে কাজ করব।”
তিনি আরও বলেন, “বিভিন্ন আধিপত্যবাদী শক্তির গুপ্তচররা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের ধৈর্যশীল হতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের সদস্যরা আগামী দিনে দেশকে নেতৃত্ব দিবেন ও শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তির ওপর গড়ে তুলবেন। এই দায়িত্ব আজই গ্রহণ করতে হবে।”
শু/সবা






















