আসন্ন পবিত্র মাহেরমজান এর আগমন উপলক্ষে ধর্মপ্রাণ দ্বীনি মুসলিম ভাই বোনের মাঝে রমজানে ইফতার করার জন্য ইফতার সামগ্রীর উপকরণ বিতরণ করেছে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার দুই পরিবার।
শনিবার সকাল ১০ঘটিকায় গজারিয়ার টেংগারচর ৬১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বড় বাড়ি ও খাঁন বাড়ির যৌথ উদ্যোগে “খাঁন-বড় বাড়ি ঐক্য সংঘ”নামে একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের মোড়কে টেংগারচর গ্রামের ১,২,৩নং,ওয়ার্ডের প্রায় ৩৫০ দরিদ্র পরিবারে মাঝে এ ইফতার সামগ্রী বিতরন করে এবং দুই পরিবারের এ ঐক্য সারাজীবন থাকার প্রত্যয় এ প্রায় ১০০ জনের জন্য খাবারের আয়োজন করে।
ইফতার সামগ্রীর প্রতিটি প্যাকেট এ রয়েছে ১০ কেজি চাউল,১ কেজি চিনি,১ কেজি ডাল,১ কেজি ছুলা,১কেজি তেল,১ কেজি খেজুর ইত্যাদি।
এ সময় দুই পরিবারের বয়োজ্যেষ্ঠ ,যুবকরা এক সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ইফতার সামগ্রী বিতরন করে।
ইফতার সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন বোরহান খাঁ,শরিফ হোসেন,রফিকুল ইসলাম,মিজানুর রহমান,আতাউর খাঁন রাসেল,করিম খাঁন,প্রমুখ সহ অন্য দের মধ্যে আরো উপস্থিত ছিলেন টেংগারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম আরমান সিকদার সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বোরহান খাঁ দুই পরিবার কে একসঙ্গে থেকে গ্রামের সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানায়।তিনি আরো বলেন,একা যে কাজ করা সম্ভব নয়,সে কাজ ঐক্যের মাধ্যমে করা সম্ভব তাই,তারা ঐক্যবদ্ধ হয়েছেন,এলাকার যে কোনো কাজে সকলের পাশে থেকে কাজ করে যাবেন তাদের এ দুই পরিবার।


























