গাজীপুরের শ্রীপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। রোববার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. শামসুল আলম প্রধান, সহকারী কমিশনার (ভূমি) আল মামুন,শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আতিকুর রহমান, শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একে এম মোহিতুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: প্রণয় ভূষণ দাস, উপজেলা প্রকৌশলী আব্দুস ছামাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী সৈয়দ ফয়সাল খান , উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা নীলুফার ইয়াসমিন, শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হাছানসহ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধারা এবং সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীসহ নানা শ্রেণিপেশার মানুষ।
এসময় বঙ্গবন্ধুর চেতনা জাগ্রত করতে উপজেলা পরিষদ সভাকক্ষে শিশুদের মাঝে জাতির পিতার ৭ মার্চের ভাষণ, চিত্রাঙ্কন ও কবিতা আবৃতি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরুষ্কার বিতরণ করা হয়। এদিকে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজে দিবসটি উপলক্ষে নানা আয়োজন করেছে। কলেজের শিক্ষক মিলনায়তনে শিক্ষার্থীদর আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও আলাচনা সভা অণুষ্ঠিত হয়।উপাধ্যক্ষ নূরুনবী আকন্দের সভাপতিত্বে ও শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মা. আবু বাক্কার ছিদ্দিক আকন্দের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন অধ্যক্ষ পিয়ারা নার্গিস।






















