১১:২৮ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলে ব্যাচ ক্রিকেট টুর্নমেন্টে এসএসসি ১৯ ব্যাচের জয়

নড়াইলে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে অনুষ্ঠিত ব্যাচ টুর্নামেন্টের তৃতীয় ধাপে ব্যাচ ১৯ নিরঙ্কুশ জয় লাভ করেছে। শুক্রবার ( ১২ এপ্রিল ) সকাল ১০ টায় বিদ্যালয় সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

জানা যায়, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করতে এবং হারিয়ে যাওয়া শৈশবকে স্মরণ করতেই এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। মোট ৩২ টা ব্যাচের ৩২ টি টিম এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ব্যাচ টুর্নামেন্টের তৃতীয় ধাপের খেলা শুরু হয় ব্যাচ ১৮ ও ব্যাচ ১৯ এর মধ্যে। প্রথমে ব্যাট পায় ব্যাচ ১৯। ব্যাট পেয়ে ওপেনিংয়ের দায়িত্ব পান হাসিবুল ইসলাম নিহাল ও সাকিবুল ইসলাম নিশাত। ওপেনিংয়ে দারুণভাবে ব্যাটিংয়ে নিজের জাত চেনান নিশাত। ১০ ছয় ও ৩ চার হাকিয়ে তুলে নেন নিজের এবং টুর্নামেন্টের প্রথম ফিফটি। অপর খেলোয়াড় নেহালের ব্যাট থেকেও আসে বেশ কিছু রান। পরবর্তীতে ১৯ দলের ব্যাটে ছন্দপতন হলেও শক্ত হাতে টিকে ছিলেন নিশাত। এভাবে ১৪৩ রানের টার্গেট দিয়ে ম্যাচ শেষ করে ব্যাচ ১৯। পরে ফিল্ডিংয়ে নেমে অসাধারণ বোলিং এবং দলীয় বোঝাপড়ার মাধ্যমে ১৮ ব্যাচকে হারিয়ে বিজয়ের আরো একধাপ সামনে এগিয়ে যান ব্যাচ ১৯। টুর্নামেন্টের ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয়েছেন সাকিবুল ইসলাম নিশাত।

 

এসময়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করা ১৯ দলের এক প্লেয়ার বলেন, এমন টুর্নামেন্ট প্রতিবছর ই হোক এটাই আমরা চাই। আগামীতেও এই টুর্নামেন্ট অব্যাহত থাকুক। বিপরীত দলের এক প্লেয়ার বলেন, কর্মজীবনে ঢুকে পড়ার কারণে কেবল ঈদেই বাড়িতে আসার সুযোগ হয়। এ সময় আগামীতেও এমন একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হলে আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

খেলা দেখতে আসা দর্শকেরা জানান, এই স্কুলে প্রাক্তন শিক্ষার্থীরা আবারও এই টুর্নামেন্টের মাধ্যমে স্কুল প্রাঙ্গণে ফিরে এসেছে দেখে খুব ই ভালো লাগছে। নতুন প্রজন্ম খেলাপ্রেমী হবে এটাই আমাদের বিশ্বাস। উল্লেখ্য যে, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় নড়াইলের বুকে জেগে থাকা একটি খ্যাতিমান বিদ্যালয়। নড়াইলে জন্ম নেওয়া অনেক গুণী মানুষ এই বিদ্যালয়ের ছাত্র। নড়াইলে এক্সপ্রেস খ্যাত মাশরাফী বিন মুর্তজা এই বিদ্যালয়ের ই ছাত্র ছিলেন। শৈশবে তার অধিকাংশ সময় ই কেটেছে বিদ্যালয়ের সংলগ্ন এই মাঠ প্রাঙ্গণে।

জনপ্রিয় সংবাদ

নড়াইলে ব্যাচ ক্রিকেট টুর্নমেন্টে এসএসসি ১৯ ব্যাচের জয়

আপডেট সময় : ১১:১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪

নড়াইলে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে অনুষ্ঠিত ব্যাচ টুর্নামেন্টের তৃতীয় ধাপে ব্যাচ ১৯ নিরঙ্কুশ জয় লাভ করেছে। শুক্রবার ( ১২ এপ্রিল ) সকাল ১০ টায় বিদ্যালয় সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

জানা যায়, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করতে এবং হারিয়ে যাওয়া শৈশবকে স্মরণ করতেই এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। মোট ৩২ টা ব্যাচের ৩২ টি টিম এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ব্যাচ টুর্নামেন্টের তৃতীয় ধাপের খেলা শুরু হয় ব্যাচ ১৮ ও ব্যাচ ১৯ এর মধ্যে। প্রথমে ব্যাট পায় ব্যাচ ১৯। ব্যাট পেয়ে ওপেনিংয়ের দায়িত্ব পান হাসিবুল ইসলাম নিহাল ও সাকিবুল ইসলাম নিশাত। ওপেনিংয়ে দারুণভাবে ব্যাটিংয়ে নিজের জাত চেনান নিশাত। ১০ ছয় ও ৩ চার হাকিয়ে তুলে নেন নিজের এবং টুর্নামেন্টের প্রথম ফিফটি। অপর খেলোয়াড় নেহালের ব্যাট থেকেও আসে বেশ কিছু রান। পরবর্তীতে ১৯ দলের ব্যাটে ছন্দপতন হলেও শক্ত হাতে টিকে ছিলেন নিশাত। এভাবে ১৪৩ রানের টার্গেট দিয়ে ম্যাচ শেষ করে ব্যাচ ১৯। পরে ফিল্ডিংয়ে নেমে অসাধারণ বোলিং এবং দলীয় বোঝাপড়ার মাধ্যমে ১৮ ব্যাচকে হারিয়ে বিজয়ের আরো একধাপ সামনে এগিয়ে যান ব্যাচ ১৯। টুর্নামেন্টের ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয়েছেন সাকিবুল ইসলাম নিশাত।

 

এসময়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করা ১৯ দলের এক প্লেয়ার বলেন, এমন টুর্নামেন্ট প্রতিবছর ই হোক এটাই আমরা চাই। আগামীতেও এই টুর্নামেন্ট অব্যাহত থাকুক। বিপরীত দলের এক প্লেয়ার বলেন, কর্মজীবনে ঢুকে পড়ার কারণে কেবল ঈদেই বাড়িতে আসার সুযোগ হয়। এ সময় আগামীতেও এমন একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হলে আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

খেলা দেখতে আসা দর্শকেরা জানান, এই স্কুলে প্রাক্তন শিক্ষার্থীরা আবারও এই টুর্নামেন্টের মাধ্যমে স্কুল প্রাঙ্গণে ফিরে এসেছে দেখে খুব ই ভালো লাগছে। নতুন প্রজন্ম খেলাপ্রেমী হবে এটাই আমাদের বিশ্বাস। উল্লেখ্য যে, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় নড়াইলের বুকে জেগে থাকা একটি খ্যাতিমান বিদ্যালয়। নড়াইলে জন্ম নেওয়া অনেক গুণী মানুষ এই বিদ্যালয়ের ছাত্র। নড়াইলে এক্সপ্রেস খ্যাত মাশরাফী বিন মুর্তজা এই বিদ্যালয়ের ই ছাত্র ছিলেন। শৈশবে তার অধিকাংশ সময় ই কেটেছে বিদ্যালয়ের সংলগ্ন এই মাঠ প্রাঙ্গণে।