আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণাও বাড়ছে। খাগড়াছড়ি সদরে প্রতিদিন কোথাও না কোথাও সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারে ব্যস্ত হয়ে পড়ছেন প্রার্থীরা।
শুক্রবার সকাল থেকেও জেলা শহরে প্রচার-প্রচারণায় নেমেছেন জ্ঞান রঞ্জন ত্রিপুরা চেয়ারম্যান পদে কৈ মাছ প্রতীক নিয়ে । আজ বড়পাড়া, খাগড়াপুর, খবংপরিয়া, শনির্বরসহ বিভিন্ন এলাকাতে সমর্থকদের নিয়ে জনসংযোগ ও পথসভা করে ভোট চেয়েছেন চেয়ারম্যান পদ প্রার্থী জ্ঞান রঞ্জন ত্রিপুরা।
এসময় খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আম্যে মারমা, জ্ঞানেন্দ্র ত্রিপুরা, দেব ভূষন দেওয়ানসহ সমর্থকরা উপস্থিত ছিলেন।























