আজ সোমবার সকালে উপজেলা কেন্দ্রীয় আব্দুল গনি সরকার উচ্চ বিদ্যালয় থেকে ষষ্ঠ উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপ নির্বাচনের জন্য ইলেকট্রিক ভোটিং (ইভিএম) মেশিনসহ নির্বাচনীয় সামগ্রী বিভিন্ন কেন্দ্রের পিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। উপজেলায় মোট ১,৫৪,২৩১ জন ভোটারের মধ্যে ৭৮,৪২৬ জন পুরুষ ভোটার এবং ৭৫,৮০৫ জান নারী ভোটার রয়েছে। উপজেলায় ৭টি ইউনিয়নে মোট ৬৫ টি কেন্দ্রে ১০২২টি ইভিএম মেশিন এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
ইলেকট্রিক ভোটিং (ইভিএম) মেশিনসহ ভোট গ্রহণের বিভিন্ন সরঞ্জাম বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোঃ বেলাল হোসেন,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন, ইভিএম কন্ট্রোল রুম পরিচালনা করবেন মোঃ জসিম উদ্দিন, এবং পলাশ হোসাইন।





















