কুড়িগ্রামের চিলমারীতে খাদ্য গুদামে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন।
এ সময় সহকারী কমিশার ( ভূমি) মো. গোলাম রব্বানী সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. অধ্যক্ষ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম লিচু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আলাউদ্দিন বসুনিয়া, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আরেফিন,থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন,রমনা মডেল ইউপি চেয়ারম্যান মো গোলাম আশেক আকা প্রমুখ।
চলতি বোরো মৌসুমে প্রতি কেজি ধান ৩২ টাকা দরে এ্যাপস এ আবেদনের ভিত্তিতে লাটারীর মাধ্যমে ২২৯ জন প্রান্তিক কৃষকের নিকট থেকে ৬৮৮মে. টন বোরো ধান ক্রয় করা হবে। যা ৭ মে থেকে ২১ আগষ্ট হয়ে পর্যন্ত চলবে। একজন কৃষক ৩ মে. টন ধান দিতে পারবেন।























