বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য ইকবালুর রহিমের পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, সংবিধান প্রণেতা, স্বাধীনতা পদক প্রাপ্ত, সাবেক সংসদ সদস্য এম আব্দুর রহিম ও রত্নগর্ভা নাজমা রহিম এর কবর জিয়ারত করেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
আজ ২৪ মে শুক্রবার দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের জালালপুর গ্রামে কবর জিয়ারতের পূর্বে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, জেলা ও দায়রা জজ যাবিদ হাসান, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসেন, স্পেশাল জজ রেজাউল ইসলাম, সুপ্রিম কোর্টের রেজিস্টার মো. সাইফুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইসহাক চৌধুরী, যুগ্ম সাধারণ স¤পাদক মাতলুবুল মামুন, শংকরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামাল প্রমুখ।

























