০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ বিশ্বের প্রথম দল হিসেবে শততম পরাজয়ের লজ্জা

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বের প্রথম দল হিসেবে শততম হারের লজ্জার রেকর্ড গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

গতরাতে হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ৬ রানে হেরেছে টাইগাররা। টি-টোয়েন্টি ইতিহাসে এটি বাংলাদেশের শততম হার। বিশ্বের আর কোন দলের টি-টোয়েন্টিতে একশ ম্যাচ হারের রেকর্ড নেই।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ সিরিজের আগে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি হারের রেকর্ড ছিলো ওয়েস্ট ইন্ডিজের, ৯৯টি। তখন বাংলাদেশের ছিলো ৯৮টি হার। কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে প্রথমটির পরও দ্বিতীয় ম্যাচও হেরে, বিশ্বের প্রথম দল হিসেবে টি-টোয়েন্টিতে শততম হারের লজ্জার রেকর্ড গড়ে বাংলাদেশ। ১৬৮ ম্যাচে ১শ হার এখন বাংলাদেশ। ১৯৩ ম্যাচে ৯৯ রান ক্যারিবীয়দের।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ হার শ্রীলংকার। ১৮৯ টি-টোয়েন্টিতে ৯৮ ম্যাচে হেরেছে লংকানরা। এরপর জিম্বাবুয়ে ৯৫টি ও নিউজিল্যান্ড ৯০ ম্যাচে হেরেছে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে পরাজিত হওয়া দল (শীর্ষ পাঁচ দল) :

দল ম্যাচ জয় হার:

বাংলাদেশ           ১৬৮    ৬৪     ১০০
ওয়েস্ট ইন্ডিজ    ১৯৩     ৮১      ৯৯
শ্রীলংকা              ১৮৯    ৮৫     ৯৮
জিম্বাবুয়ে            ১৪৫     ৪৭      ৯৫
নিউজিল্যান্ড      ২১৬    ১০৯    ৯০

জনপ্রিয় সংবাদ

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে ৮ জন নিহত

বাংলাদেশ বিশ্বের প্রথম দল হিসেবে শততম পরাজয়ের লজ্জা

আপডেট সময় : ০৭:১৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বের প্রথম দল হিসেবে শততম হারের লজ্জার রেকর্ড গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

গতরাতে হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ৬ রানে হেরেছে টাইগাররা। টি-টোয়েন্টি ইতিহাসে এটি বাংলাদেশের শততম হার। বিশ্বের আর কোন দলের টি-টোয়েন্টিতে একশ ম্যাচ হারের রেকর্ড নেই।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ সিরিজের আগে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি হারের রেকর্ড ছিলো ওয়েস্ট ইন্ডিজের, ৯৯টি। তখন বাংলাদেশের ছিলো ৯৮টি হার। কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে প্রথমটির পরও দ্বিতীয় ম্যাচও হেরে, বিশ্বের প্রথম দল হিসেবে টি-টোয়েন্টিতে শততম হারের লজ্জার রেকর্ড গড়ে বাংলাদেশ। ১৬৮ ম্যাচে ১শ হার এখন বাংলাদেশ। ১৯৩ ম্যাচে ৯৯ রান ক্যারিবীয়দের।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ হার শ্রীলংকার। ১৮৯ টি-টোয়েন্টিতে ৯৮ ম্যাচে হেরেছে লংকানরা। এরপর জিম্বাবুয়ে ৯৫টি ও নিউজিল্যান্ড ৯০ ম্যাচে হেরেছে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে পরাজিত হওয়া দল (শীর্ষ পাঁচ দল) :

দল ম্যাচ জয় হার:

বাংলাদেশ           ১৬৮    ৬৪     ১০০
ওয়েস্ট ইন্ডিজ    ১৯৩     ৮১      ৯৯
শ্রীলংকা              ১৮৯    ৮৫     ৯৮
জিম্বাবুয়ে            ১৪৫     ৪৭      ৯৫
নিউজিল্যান্ড      ২১৬    ১০৯    ৯০