র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সব সময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে।“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে উজ্জীবিত হয়ে র্যাব ফোর্সেস মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে।র্যাব মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে নিয়মিত গোয়েন্দা নজরদারীর পাশাপাশি সফল অভিযান পরিচালনা করে আসছে।
আজ ২৬ মে ২০২৪ তারিখ ০৮:৩০ ঘটিকার সময় র্যাব-১,উত্তরা,ঢাকা এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে,ডিএমপি ঢাকার বিমানবন্দর থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে।প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে দুই (০২) জনমাদক ব্যবসায়ী গ্রেপ্তার করে।
আসামী হলো, ১) মোঃ তোফায়েল আহমেদ(৩৫),পিতা-মৃত কাসেম,সাং-হলদাপাড়া, থানা-সৈয়দপুর,জেলা-নীলফামারী ২) মোঃ পাপ্পু (৩৬), পিতাঃ-মোঃ মুক্তার হোসেন, মাতাঃ-বানু বেগম, সাং-ভাঙ্গাহিলি, থানাঃ হাকিমপুর, জেলাঃ দিনাজপুর।এসময় ধৃত আসামদের নিকট হতে ১৭৮ বোতল ফেন্সিডিল এবং ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।






















