ফেনীর দাগনভূঞা পৌর শহরজুড়ে ময়লার স্তূপ। দেখে মনে হয় দাগনভূঞা বাজার পুরোটাই ময়লার ভাগাড়। সরেজমিন দেখা যায়, দাগনভূঞা বাজারের অলিগলিতে, তোহা বাজারের প্রবেশমুখ ও প্রধান সড়কের ডিভাইডারের উপরে পাহাড় পরিণাম ময়লার স্তূপ হয়ে আছে। বিগত প্রায় ১ মাস ধরে পৌর এলাকার এবং দাগনভূঞা বাজারে থেকে কোন ময়লা অপসারণ করেনি পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। ময়লা অপসারণ নিয়ে মেয়রের কোন উদ্যোগ নেই এমনটাই বলছেন বাজারের ব্যবসায়ীরা।
গত ১ মাস ধরে পৌর শহরের বাসা-বাড়ি, রাস্তার ড্রেইন, বাজারের বিভিন্ন পয়েন্টে আশ-পাশে ময়লার ভাগাড় জমেছে। পরিষ্কারের যেন কেউ নেই। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, পথচারী, ব্যবসায়ীরা, নাক-মুখ ঢেকে চলাফেরা করছেন। মশা-মাছির আক্রমণে পৌরবাসি আতংকিত। ময়লার দুর্গন্ধের কারনে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। এ নিয়ে পৌরবাসী ও ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দাগনভূঞা বাজারের একাধিক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, বিগত ১ মাস ধরে বাজার থেকে কোন ময়লা নিচ্ছেন না পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। এ নিয়ে বারবার মেয়র ও স্থানীয় কাউন্সিলরের শরণাপন্ন হলেও তারা কোন সন্তোষজনক উত্তর দেননি। ময়লার দুর্গন্ধের কারনে বাজারে ক্রেতা নেই বললেই চলে। ক্রেতা সংকটে ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম মানবেতর জীবনযাপন করতেছে। ময়লা দ্রুত অপসারণ না করা হলে বাজারে ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাস্তায় নামতে বাধ্য হবেন বলে জানান ব্যবসায়ী নেতারা।
পৌর এলাকার বাসিন্দারা জানান, গত ১ মাস ধরে কোন বাসা থেকে ময়লা নিচ্ছেন না। ময়লার দুর্গন্ধে বাসায় থাকা অসম্ভব হয়ে পড়েছে। শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছেনা। শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়েছে। আমরা বাসা বাড়ী ছাড়ার উপক্রম হয়ে পড়েছে।
বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েশ রিপন বলেন, আজকে প্রায় ২৫ বছর এ পৌরসভার বয়স। বর্তমান মেয়র ৩ মেয়াদে ক্ষমতায় আছেন। কিন্তু ময়লা অপসারণের জন্য কোন ডাম্পিং স্টেশনের ব্যবস্থা করতে পারেনি। এটা মেয়রের ব্যর্থতা। বাজার ব্যবসায়ীদের আজ করুন দশা। বাজারে ক্রেতা নেই, ব্যবসায়ীরা চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। ব্যবসায়ীরা আমাদের কাছে তাদের অসহায়ত্ব প্রকাশ করছেন। দ্রুত ময়লা অপসারণ না করা হলে ব্যবসায়ীদের সাথে নিয়ে আমরা রাস্তায় নামতে বাধ্য হবো।
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর নুরুল হুদা সেলিম বলেন, ময়লা অপসারণের বিষয়ে মেয়রকে বারবার অবহিত করেছি। মেয়র জানান ডাম্পিং স্টেশনের জন্য জায়গা প্রস্তুত করা হচ্ছে। জায়গা প্রস্তুত করা হলে ময়লা অপসারণ করা হবে।
এ বিষয়ে দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁনের কাছে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
ফেনী জেলা প্রশাসক মোসাম্মৎ শাহীনা আক্তার জানান, পৌরসভা কেন ময়লা অপসারণ করতেছেনা এ বিষয়ে খতিয়ে দেখা হবে।


























