কিশোর গ্যাংয়ের গডফাদারকে প্রার্থী মনোনীত করে তার জয় নিশ্চিত করতে পক্ষে কাজ করছেন যশোরের একজন সংসদ সদস্য। আবার কোন কোন প্রার্থী কালো টাকার বান্ডিল নিয়ে কৌশলে ভোট কেনার মিশনে রয়েছে। ফলে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে ভোট হবে কিনা সন্দেহ প্রকাশ করেছেন যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।
সোমবার (৩ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব যশোরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এমনটা দাবি করেন। তিনি জানান, জেলা আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা আরেক প্রার্থীর জন্য মাঠ চষে বেড়াচ্ছেন। তাকে জয়ী করতে ওই দুই নেতা যেন মরিয়া হয়ে উঠেছেন।
আনারস প্রতীকের প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী আরও বলেন, যশোরের ১ নং ওয়ার্ড, ৯ নং ওয়ার্ড, বসুন্দিয়া ইউনিয়ন এবং নওয়াপাড়া ইউনিয়নের কিছু অংশে বাড়ি বাড়ি যেয়ে ভোটাদের হুমকি দিচ্ছে একজন প্রার্থীর সমর্থকরা। যদি তাকে ভোট না দেয়া হয় তাহলে কেন্দ্রে যেতেও নিষেধ করা হচ্ছে। ফলে ওইসব এলাকার সুষ্ঠু পরিবেশে ভোট হবে কিনা শঙ্কা আছে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য, আগামী ৫ জুন যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

























