মানিকগঞ্জের শিবালয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
শনিবার বিকালে শিবালয় সরকারি টেকনিক্যাল স্কুল ওকলেজ প্রাঙ্গণে কারিগরি শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিভিন্ন ইকুপমেন্ট পরিদর্শন শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শিবালয় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর অধ্যক্ষ প্রকৌশলী খোকন চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলন মানিকগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ, উপজেলা চেয়ারম্যান আব্দুর রহিম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃবেলাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আহসান মিঠু, শিবালয় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রথীন শাহা,উথলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্বাস আলী, উলাইল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান সহ স্কুল কলেজের শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ।























