১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পানির কোম্পানিগুলো প্রতিযোগিতা কমিশনকে কিনে নিয়েছে : সিপিবি

সরকারের অন্যতম বিচারিক সংস্থা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে পানির কোম্পানিগুলো কিনে নিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উদ্যোগে ‘বোতলজাত পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ’ শীর্ষক একটি মানববন্ধনে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

সিপিবির সাধারণ সম্পাদক বলেন, বাজারে বোতলজাত পানির অস্বাভাবিক দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে কিনে নিয়েছে পানির কোম্পানিগুলো। বর্তমানে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে চলছে এ কমিশন। তাই এর চেয়ারম্যানকে দায়িত্ব থেকে সরাতে হবে, নাহলে এ অবস্থা থেকে উত্তরণ পাওয়া সম্ভব নয়। এমনকি ওয়াসার বুথেও ব্যবসা করছে কিছু ব্যবসায়ী। এ সময় সরকারি উদ্যোগে বোতলজাত পানি বিতরণ এবং ওয়াসার মাধ্যমে রেস্টুরেন্ট ও রাস্তার মোড়ে মোড়ে বিনামূল্যে মিঠা পানির ব্যবস্থা করারও দাবি জানান রুহিন হোসেন প্রিন্স।
মানববন্ধনে ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া বলেন, সরকারের অনেক অর্জন আছে, তবে কিছু প্রতিষ্ঠান ঠিকমতো দায়িত্ব পালন করছে না। পাশাপাশি কিছু ব্যবসায়ী কারসাজি করে মুক্তা পানি বিক্রি কমাতে বাধ্য করছে। এসব ব্যাপারে কোনো খোঁজ নেই ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম আহমেদ খানের। কিন্তু প্রতিমাসে ওয়াসা থেকে ৬ লাখ টাকা বেতন নেন তিনি, আর তার কর্মীদের দেন পারফরমেন্স বোনাস। পানির দাম বাড়ানোর পেছনে যারাই আছেন, সেই সব দায়ীদের খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।
পানি সম্পদ প্রতিমন্ত্রীর কাছে এ ব্যাপারে স্মারকলিপি দেওয়া হবে উল্লেখ করে ক্যাবের সাধারণ সম্পাদক বলেন, বিনামূল্যে না পারলে, অন্তত নামেমাত্র মূল্যে হলেও পানি সরবরাহ করতে হবে। অনেকবার আশ্বাস দেওয়া হলেও, কমানো হচ্ছে না পানির দাম। এজন্য ভোক্তা অধিকারের মতো সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বাজার মনিটরিং করতে হবে নিয়মিত। তাছাড়া রিকশাওয়ালা ও কুলি-মজুরদের বিনামূল্যে পানি সরবরাহের দাবিও জানান তিনি।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব ও ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. শওকত আলী খান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক ও ক্যাব ঢাকা জেলা কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সামস এ খান, ক্যাবের উপদেষ্টা ড. খলিলুর রহমান, ক্যাব উত্তরা কমিটির সভাপতি শাহিনা সুলতানা (পপি), ক্যাব উত্তরা কমিটির সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, ক্যাবের কেন্দ্রীয় কমিটির সদস্য একে আজাদ ও বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ।

জনপ্রিয় সংবাদ

কাবা শরীফ চত্বরে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির

পানির কোম্পানিগুলো প্রতিযোগিতা কমিশনকে কিনে নিয়েছে : সিপিবি

আপডেট সময় : ০৮:৩৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

সরকারের অন্যতম বিচারিক সংস্থা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে পানির কোম্পানিগুলো কিনে নিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উদ্যোগে ‘বোতলজাত পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ’ শীর্ষক একটি মানববন্ধনে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

সিপিবির সাধারণ সম্পাদক বলেন, বাজারে বোতলজাত পানির অস্বাভাবিক দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে কিনে নিয়েছে পানির কোম্পানিগুলো। বর্তমানে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে চলছে এ কমিশন। তাই এর চেয়ারম্যানকে দায়িত্ব থেকে সরাতে হবে, নাহলে এ অবস্থা থেকে উত্তরণ পাওয়া সম্ভব নয়। এমনকি ওয়াসার বুথেও ব্যবসা করছে কিছু ব্যবসায়ী। এ সময় সরকারি উদ্যোগে বোতলজাত পানি বিতরণ এবং ওয়াসার মাধ্যমে রেস্টুরেন্ট ও রাস্তার মোড়ে মোড়ে বিনামূল্যে মিঠা পানির ব্যবস্থা করারও দাবি জানান রুহিন হোসেন প্রিন্স।
মানববন্ধনে ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া বলেন, সরকারের অনেক অর্জন আছে, তবে কিছু প্রতিষ্ঠান ঠিকমতো দায়িত্ব পালন করছে না। পাশাপাশি কিছু ব্যবসায়ী কারসাজি করে মুক্তা পানি বিক্রি কমাতে বাধ্য করছে। এসব ব্যাপারে কোনো খোঁজ নেই ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম আহমেদ খানের। কিন্তু প্রতিমাসে ওয়াসা থেকে ৬ লাখ টাকা বেতন নেন তিনি, আর তার কর্মীদের দেন পারফরমেন্স বোনাস। পানির দাম বাড়ানোর পেছনে যারাই আছেন, সেই সব দায়ীদের খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।
পানি সম্পদ প্রতিমন্ত্রীর কাছে এ ব্যাপারে স্মারকলিপি দেওয়া হবে উল্লেখ করে ক্যাবের সাধারণ সম্পাদক বলেন, বিনামূল্যে না পারলে, অন্তত নামেমাত্র মূল্যে হলেও পানি সরবরাহ করতে হবে। অনেকবার আশ্বাস দেওয়া হলেও, কমানো হচ্ছে না পানির দাম। এজন্য ভোক্তা অধিকারের মতো সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বাজার মনিটরিং করতে হবে নিয়মিত। তাছাড়া রিকশাওয়ালা ও কুলি-মজুরদের বিনামূল্যে পানি সরবরাহের দাবিও জানান তিনি।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব ও ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. শওকত আলী খান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক ও ক্যাব ঢাকা জেলা কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সামস এ খান, ক্যাবের উপদেষ্টা ড. খলিলুর রহমান, ক্যাব উত্তরা কমিটির সভাপতি শাহিনা সুলতানা (পপি), ক্যাব উত্তরা কমিটির সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, ক্যাবের কেন্দ্রীয় কমিটির সদস্য একে আজাদ ও বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ।