০৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কোটা ইস্যুতে প্রবাসীদের মাঝেও অস্থিরতা

➤ প্যারিসসহ বিভিন্ন দেশে সরকারবিরোধী বিক্ষোভ
➤ জনশক্তি রপ্তানিতে প্রভাবের শঙ্কা

বাংলাদেশের কোটা আন্দোলন ঘিরে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের মধ্যে অস্থিরতা দেখা গেছে। বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ সমাবেশও করেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে সরকারবিরোধী বিভিন্ন পোস্ট করছে। এই অবস্থায় জনশক্তি রপ্তানিতে বা প্রবাসী আয়ে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রবাসীদের মধ্যে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এসময় কোটা আন্দোলন ঘিরে পোস্ট দিতে দেখা যায়। কারো কারো মতে, এসব পোস্টের মধ্যে অনেকগুলো ছিল বিভ্রান্তিমূলক; যার কারণে এতে প্রবাসী বাংলাদেশিসহ বিশেষ করে বিদেশে বসবাস করা জন্ম বা বংশসূত্রে বাংলাদেশিদের ক্ষেপিয়ে তোলা হয়। এক পর্যায়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি পশ্চিমা দেশে বাংলাদেশ মিশনের আশপাশে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। এমন অপতৎপরতা প্রতিরোধে এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে বাংলাদেশের মিশনগুলোয় চিঠি পাঠিয়েছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে কেন এবং কারা বিক্ষোভ করেছেন, এসব জানতে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স না পাঠাতে ফেসবুকে সক্রিয় হয়েছে একটি চক্র।
জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে দেশজুড়ে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। এরপর পরিস্থিতির আরও অবনতি হলে ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে যায়। দেশে পুরোপুরি ইন্টারনেট সংযোগসেবা বন্ধ হওয়ার শত শত ফেসবুক পেজ থেকে গুজব-উস্কানিমূলক পোস্ট দিতে দেখা যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব-উস্কানিমূলক পোস্ট দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ থেকে যাওয়া বেশ কিছু লোক সক্রিয় ছিল কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে। তাদের মধ্যে অন্যমত ফ্রান্সের প্যারিসে অবস্থান করা পিনাকী ভট্টাচার্য। কোটা আন্দোলনের শুরু থেকে উদ্ভট যুক্তি উপস্থাপন করে প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স না পাঠাতে উস্কানি দিয়ে কনটেন্ট তৈরি করে বেশ কিছু পোস্ট দিয়েছেন। একই ধরনের পোস্ট তিনি ইউটিউবেও আপলোড করেন। তার নেতৃত্বে ফ্রান্সে বিক্ষোভও হয়েছে।
অন্যদিকে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স না পাঠাতে ফেসবুকে সরব হয়েছেন কিছু প্রবাসীও। শনিবার ফেসবুকে অন্তত শতাধিক পেজ খুঁজে পাওয়া গেছে, যেগুলোতে বলা হয়েছে, দেশে রেমিট্যান্স না পাঠালে প্রবাসীদের দেশে ফিরতে দেওয়া হবে না। এসব পোস্ট দেওয়া হচ্ছে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে। লেখা হয়েছে, রেমিট্যান্স না পাঠালে দেশে আসা বন্ধ করে দেব : পলক। শনিবার নিজের ফেসবুক পেজে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এক পোস্টে তিনি লিখেছেন, রেমিট্যান্স না পাঠালে দেশে আসতে দেওয়া হবে না- এমন একটি মিথ্যা তথ্য ও গুজব সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার হচ্ছে।
এদিকে বাংলাদেশে কোটা আন্দোলনের ইস্যুতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, জর্দানসহ বেশ কয়েকটি দেশে ১৯ জুলাই প্রবাসী বাংলাদেশিরা মিছিল ও সমাবেশ করেন। মিছিল ও সমাবেশের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টিকটক, ইউটিউবে বিভিন্ন আইডিতে পোস্ট ও শেয়ার করতে দেখা যায় প্রবাসীদের; যা স্থানীয় আইনের লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ।
আরব আমিরাতে এই অপরাধে জড়িতদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। দেশটির আদালত তিন বাংলাদেশিকে যাবজ্জীবন ও ৫৪ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে দেশটির আদালত। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বিভিন্ন সময় প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলতে সচেতনতামূলক বিজ্ঞপ্তি দেওয়া হয়। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে স্থানীয় আইন লঙ্ঘন করে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বুধবার বাংলাদেশ দূতাবাস কুয়েতের কাউন্সিলর ও দূতালয় প্রধান মনিরুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করেন কুয়েতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি পশ্চিমা দেশে বাংলাদেশ মিশনের আশপাশে বিক্ষোভ হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। গণমাধ্যমে বলা হয়, দেশটি বাংলাদেশিদের ভিসা বাতিল করেছে। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভিসা বাতিলের খবরটি সত্য নয়। তবে, এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আন্তর্জাতিক এই সংস্থাটি দেশটির সরকারকে বাংলাদেশিদের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

কোটা ইস্যুতে প্রবাসীদের মাঝেও অস্থিরতা

আপডেট সময় : ১১:০০:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪

➤ প্যারিসসহ বিভিন্ন দেশে সরকারবিরোধী বিক্ষোভ
➤ জনশক্তি রপ্তানিতে প্রভাবের শঙ্কা

বাংলাদেশের কোটা আন্দোলন ঘিরে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের মধ্যে অস্থিরতা দেখা গেছে। বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ সমাবেশও করেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে সরকারবিরোধী বিভিন্ন পোস্ট করছে। এই অবস্থায় জনশক্তি রপ্তানিতে বা প্রবাসী আয়ে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রবাসীদের মধ্যে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এসময় কোটা আন্দোলন ঘিরে পোস্ট দিতে দেখা যায়। কারো কারো মতে, এসব পোস্টের মধ্যে অনেকগুলো ছিল বিভ্রান্তিমূলক; যার কারণে এতে প্রবাসী বাংলাদেশিসহ বিশেষ করে বিদেশে বসবাস করা জন্ম বা বংশসূত্রে বাংলাদেশিদের ক্ষেপিয়ে তোলা হয়। এক পর্যায়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি পশ্চিমা দেশে বাংলাদেশ মিশনের আশপাশে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। এমন অপতৎপরতা প্রতিরোধে এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে বাংলাদেশের মিশনগুলোয় চিঠি পাঠিয়েছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে কেন এবং কারা বিক্ষোভ করেছেন, এসব জানতে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স না পাঠাতে ফেসবুকে সক্রিয় হয়েছে একটি চক্র।
জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে দেশজুড়ে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। এরপর পরিস্থিতির আরও অবনতি হলে ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে যায়। দেশে পুরোপুরি ইন্টারনেট সংযোগসেবা বন্ধ হওয়ার শত শত ফেসবুক পেজ থেকে গুজব-উস্কানিমূলক পোস্ট দিতে দেখা যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব-উস্কানিমূলক পোস্ট দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ থেকে যাওয়া বেশ কিছু লোক সক্রিয় ছিল কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে। তাদের মধ্যে অন্যমত ফ্রান্সের প্যারিসে অবস্থান করা পিনাকী ভট্টাচার্য। কোটা আন্দোলনের শুরু থেকে উদ্ভট যুক্তি উপস্থাপন করে প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স না পাঠাতে উস্কানি দিয়ে কনটেন্ট তৈরি করে বেশ কিছু পোস্ট দিয়েছেন। একই ধরনের পোস্ট তিনি ইউটিউবেও আপলোড করেন। তার নেতৃত্বে ফ্রান্সে বিক্ষোভও হয়েছে।
অন্যদিকে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স না পাঠাতে ফেসবুকে সরব হয়েছেন কিছু প্রবাসীও। শনিবার ফেসবুকে অন্তত শতাধিক পেজ খুঁজে পাওয়া গেছে, যেগুলোতে বলা হয়েছে, দেশে রেমিট্যান্স না পাঠালে প্রবাসীদের দেশে ফিরতে দেওয়া হবে না। এসব পোস্ট দেওয়া হচ্ছে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে। লেখা হয়েছে, রেমিট্যান্স না পাঠালে দেশে আসা বন্ধ করে দেব : পলক। শনিবার নিজের ফেসবুক পেজে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এক পোস্টে তিনি লিখেছেন, রেমিট্যান্স না পাঠালে দেশে আসতে দেওয়া হবে না- এমন একটি মিথ্যা তথ্য ও গুজব সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার হচ্ছে।
এদিকে বাংলাদেশে কোটা আন্দোলনের ইস্যুতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, জর্দানসহ বেশ কয়েকটি দেশে ১৯ জুলাই প্রবাসী বাংলাদেশিরা মিছিল ও সমাবেশ করেন। মিছিল ও সমাবেশের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টিকটক, ইউটিউবে বিভিন্ন আইডিতে পোস্ট ও শেয়ার করতে দেখা যায় প্রবাসীদের; যা স্থানীয় আইনের লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ।
আরব আমিরাতে এই অপরাধে জড়িতদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। দেশটির আদালত তিন বাংলাদেশিকে যাবজ্জীবন ও ৫৪ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে দেশটির আদালত। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বিভিন্ন সময় প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলতে সচেতনতামূলক বিজ্ঞপ্তি দেওয়া হয়। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে স্থানীয় আইন লঙ্ঘন করে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বুধবার বাংলাদেশ দূতাবাস কুয়েতের কাউন্সিলর ও দূতালয় প্রধান মনিরুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করেন কুয়েতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি পশ্চিমা দেশে বাংলাদেশ মিশনের আশপাশে বিক্ষোভ হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। গণমাধ্যমে বলা হয়, দেশটি বাংলাদেশিদের ভিসা বাতিল করেছে। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভিসা বাতিলের খবরটি সত্য নয়। তবে, এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আন্তর্জাতিক এই সংস্থাটি দেশটির সরকারকে বাংলাদেশিদের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছে।