➤ বেনজীর-মতিউর পরিবার এখনো অধরা
➤ বেনজীরের অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক
➤ দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে মতিউরপত্নীর আবেদন বাতিল
➤ প্রশ্নফাঁসে জড়িতদের বিষয়ে নীরব দুদক
সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ঘুষ-দুর্নীতি, লুটপাট ও পিএসসি’র প্রশ্নফাঁসের যেসব খবর বেশ আলোচিত হয়ে প্রকাশিত হচ্ছে, তা কল্পনাকেও যেন হার মানাচ্ছিল। এসব অপকর্ম রাষ্ট্র ও সরকারের উচ্চপর্যায় যেমন- এমপি, সেনাপ্রধান, পুলিশ প্রধান, পিএসসি ও রাজস্ব বিভাগের কর্মকর্তা, ব্যাংকের পরিচালকরা যেমন রয়েছেন তেমনি ড্রাইভার, পিয়ন ও কেরানিও কম যায় নাই। এদের মধ্যে কেউ কেউ সাবেক আবার কেউ কেউ বর্তমানের। এসব ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, রাষ্ট্র ও সমাজজীবনে ওপর থেকে নিম্নপর্যায় পর্যন্ত নৈতিকতার অধঃপতনে ভালোভাবেই পচন ধরেছে। এই পচন প্রক্রিয়ার শেষ নিয়ে ভাবতেও কষ্ট হচ্ছে। তবে ন্যূনতপক্ষে নিয়ন্ত্রিত কিংবা পদানত আদৌ কখনো হবে কি না, তা নিয়ে জনকল্যাণকামী ও দেশপ্রেমী মানুষদের ক্রমেই বেশি বেশি করে ভাবিয়ে তোলার মুহূর্তে আটঘাট বেঁধে মাঠে নেমেছিল দুর্নীতি দমন কমিশন। প্রাথমিক অনুসন্ধানে এর সত্যতাও খুঁজে পায় সংস্থাটি। কিন্তু সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও তাণ্ডবলীলায় হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনায় সরকার যখন অপরাধীদের খুঁজতে মরিয়া ঠিক তখনই দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করেন দুর্নীতির দায়ে অভিযুক্ত এনবিআর’র কর্মকর্তা মতিউরপত্নী। তবে তার করা আবেদন বাতিল করে দেন আদালত। কোটা সংস্কার ইস্যুতে আলোচিত দুর্নীতিবাজদের অভিযোগ ধীরগতিতে চলছে তদন্ত কার্যক্রম। বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে স্বাধীনভাবে কাজ করতে হবে। কাউকে ছাড় দিলে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে। দুদক বলছে, দুর্নীতিবাজদের কাউকে ছাড় দেওয়া হবে না। অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। তথ্য-প্রমাণ নিশ্চিত হলেই অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
জানা যায়, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। হাইকোর্টে আসা দুর্নীতি দমন কমিশনের (দুদক) অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। গতকাল দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান সাংবাদিকদের এ তথ্য জানান। আজ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হবে। এর আগে, ২৩ এপ্রিল সাবেক আইজিপি বেনজীর আহমেদের অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধনে দুদক যে অনুসন্ধান কমিটি গঠন করেছে, সেই কমিটির কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন চান হাইকোর্ট। দুই মাসের মধ্যে কমিটিকে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়। এ সংক্রান্ত রিট আবেদনের শুনানির পর ৩০ জুলাই বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম সারওয়ার হোসেন ও মনোজ কুমার ভৌমিক। বেনজীর আহমেদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও মো. সাঈদ আহমেদ রাজা। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তার পরিবারের ক্রোক করা সম্পদ দেখে চোখ কপালে উঠবে যে কারো। এমনকি মতিউরের স্বজনদেরও যেন পোয়াবারো। দুদকের তথ্য বলছে, এখন পর্যন্ত তাদের প্রায় সাড়ে ৩ হাজার শতাংশ জমি, বহুতল ভবন, ৬টি ফ্ল্যাট, ১১৬টি ব্যাংক হিসাব এবং ২৩টি বিও হিসাব ক্রোক হয়েছে। তাদের আরও সম্পদের খোঁজ চলছে। ছাগলকাণ্ডে আলোচিত ইফাতের কথিত বাবা জাতীয় রাজস্ব রোর্ডের সাবেক সদস্য মো. মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন বাতিল করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য ছিল। এ দিন লায়লা কানিজ আদালতে উপস্থিত হননি। এ জন্য আদালত আবেদনটি বাতিল করে দেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী মীর আহম্মেদ সালাম।
প্রশ্ন ফাঁসের ঘটনায় সরকারি কর্মকমিশনের (পিএসসি) পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) কী ব্যবস্থা নিয়েছে, তা এখনও জানা যায়নি। প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া পিএসসির পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে গত ১০ জুলাই পিএসসি থেকে দুদক সচিব বরাবর চিঠি দেওয়া হয়। তবে এ বিষয়ে অগ্রগতি কী, তা জানার চেষ্টা করা হলেও দুদকের পক্ষ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।
পিএসসির ওই চিঠিতে সংস্থাটির উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, উপপরিচালক মো. আবু জাফর, সহকারী পরিচালক এস এম আলমগীর কবীর, অফিস সহায়ক মো. সাজেদুল ইসলাম এবং ডেসপাচ রাইডার মো. খলিলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়।
এনবিআর’র সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, পৃথিবীর সব দেশেই কম-বেশি দুর্নীতি রয়েছে। লোভ ও অতিরিক্ত ভোগের আকাক্সক্ষা থেকেই দুর্নীতির উৎপত্তি হয়। সমাজবিজ্ঞানী ও মনোবিজ্ঞানীদের মতে, ব্যক্তিগত লাভের জন্য সরকারি দায়িত্ব পালনের বিধিবিধান ও কর্তব্য থেকে বিচ্যুৎ হয়ে কাউকে কোনো সুবিধা দেয়া হলো দুর্নীতি। দুর্নীতি শুধু সরকারি অফিসে সীমাবদ্ধ নেই। সমাজের প্রতিটি স্তরে দুর্নীতি বাসা বেঁধেছে। কেবল অভাবের তাড়নায় মানুষ দুর্নীতি করে এটি সত্য নয়। বিত্তশালী কর্মকর্তা বা ব্যক্তি আরো অর্থসম্পদের জন্য দুর্নীতি করে। মানুষের মধ্যে নীতিনৈতিকতার ঘাটতি হলেই দুর্নীতি জেঁকে বসে।
























