রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে অটোরিকশার চালক মানিক মিয়া নিহতের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। ঘটনার এক মাস পর গত ১৯ আগস্ট সোমবার দুপুরে রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নিহতের মা নুরজাহান বেগম। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার (বাধ্যতামূলক অবসর) মো. মনিরুজ্জামানসহ ১১৯ জনকে আসামি করা হয়েছে। একই দিন বিকালে আদালতের বিচারক রাজু আহমেদ বাবু মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে কার্যক্রম শুরুর আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলাউদ্দিন বলেন, গত ১৮ জুলাই রংপুর নগরীর মডার্ণ মোড় এলাকায় পুলিশ ও আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনরত ছাত্র-জনতার ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ওইদিন পুলিশসহ আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীদের এলোপাথাড়ি গুলিতে নিহত হন অটোরিকশা চালক মানিক মিয়া। ঘটনাটি আড়াল করতে দায় ছাত্র-জনতার ওপর চাপিয়ে দিতে পুলিশ একটি মামলা করেছিল। আইনজীবী আলাউদ্দিন বলেন, মানিক হত্যা মামলার অন্য আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য জাকির হোসেন সরকার, সাবেক এমপি নাছিমা জামান ববি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ.এন আশিকুর রহমানের ছেলে রাশেক রহমান, রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার উত্তম কুমার পাল, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উৎপল রায়, সহকারী পুলিশ কমিশনার ইমরান হোসেন, সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুজ্জামান, তাজহাট থানার ওসি রবিউল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ স¤পাদক তুষার কান্তি মন্ডল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, তাজহাট থানা আওয়ামী লীগের সভাপতি ইমাদ মিয়া, সাধারণ স¤পাদক ও সাময়িক বরখাস্ত সিটি কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু, ২২নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিজু, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সিরাজুল ইসলাম প্রামাণিক, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ স¤পাদক রমজান আলী তুহিন, মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মুনির বাশার, সাধারণ স¤পাদক মুরাদ হোসেন, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির এপিএস কামরুজ্জামান তুহিন, জেলা যুবলীগ সভাপতি লক্ষ্মীন চন্দ্র দাস, কারমাইকেল কলেজ ছাত্রলীগের সভাপতি রুবেল হোসেন, সাধারণ স¤পাদক আকিমুল ইসলাম, রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ স¤পাদক শামীম মাহফুজ, কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রাফিউর রহমান রাফি, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ স¤পাদক শেখ আসিফ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেকসহ ১১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এর আগে রবিবার শিক্ষার্থী আবু সাঈদ, আব্দুল্লাহ আল তাহির ও ফল বিক্রেতা মেরাজুল ইসলামের মৃত্যুর ঘটনায় পৃথক তিনটি হত্যা মামলা হয়েছে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদসহ ৭৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরও ৩৩৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
শিরোনাম
রংপুরে মানিক মিয়া হত্যাকান্ডে শেখ হাসিনাসহ ১১৯ জনের বিরুদ্ধে মামলা
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ০৬:৪৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
- ।
- 112
জনপ্রিয় সংবাদ
























