ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকায় আগুন, ভারতীয় আগ্রাসন এবং ষড়যন্ত্রের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি। আজ ৩ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে বের হয়ে মিছিলটি নগরীর জাহাজ কো¤পানি মোড় গিয়ে সমাবেশে মিলিত হয়। এ মিছিলের নেতৃত্ব দেন বিএনপির মহানগর শাখার আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব মাহফুজ উন নবী ডন। সমাবেশে মহানগর শাখার সদস্য সচিব মাহফুজ উন নবী ডন বলেন, দীর্ঘ ১৫ বছর তিন মাস ভারতের সেবাদাস ও তাবেদার সরকার আওয়ামী লীগ বাংলাদেশের সকল স্বার্থকে বিসর্জন দিয়ে ভারতের স্বার্থকে তারা প্রাধান্য দিয়ে প্রত্যেকটি কাজ করেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত দ্বিতীয় মুক্তিযুদ্ধের পর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অস্তিত্ব নতুন করে তৈরি হয়েছে। যেই অস্তিত্বকে ভারত মানতে পারছে না। ভারত মনে করেছে খুনি হাসিনার মতো অন্তর্বর্তীকালিন সরকারও তাদের সেবাদাস সরকার। আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সমঅধিকারের ভিত্তিতে আমাদের স¤পর্কে এগিয়ে নিতে চাই। এর কোনো ব্যত্যয় আমরা জাতীয়তাবাদী দল মেনে নিব না। সেজন্য রাজপথে যত দিন থাকা লাগে থাকব। তবুও ভারতকে আমরা ছাড় দিব না। মহানগর শাখার আহ্বায়ক সামসুজ্জামান সামু বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে ভারতের তাবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল। কিন্তু হাসিনা পালানোর পর ভারতের মাথা খারাপা হয়ে গেছে। তারা নিয়ম ভেঙ্গে তাকে আশ্রয় দিয়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ভারত আমাদের দেশের সকল বিষয়ে মাথা ঘামানোর অপচেষ্টা করছে। আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে। ভারতের আগ্রাসন আমরা ইতোপূর্বে যেভাবে প্রতিহত করেছি আগামীতেও একইভাবে প্রতিহত করব।


























