সোমবার (৩ মার্চ) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজিব বাস বন্ধ ও বাস সার্ভিস সংস্কার দাবীতে শহরের জামালপুর-টাঙ্গাইল বাসস্ট্যান্ডের নতুন বাইপাস মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রদের সাথে বাস শ্রমিকদের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে একজন শ্রমিক গুরুতর আহত হলে বাস টার্মিনালে সাংবাদিকদের উপস্থিতিতে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এই ধর্মঘটের ডাক দেন।
বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, বাস টার্মিনালের সামনে টাঙ্গাইল সড়ক আটকে কিছু ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন করছিল। আমরা ছাত্রদের রাস্তা ছেড়ে দিয়ে আমাদের অফিসে এসে কি তাদের দাবী-দাওয়া এই বিষয়ে আলোচনা করার প্রস্তাব দেই। তারা প্রস্তাব না মেনে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে। এসময় আমাদের একজন শ্রমিককে ছাত্ররা আহত করেছে। আপনারা জানেন গতকাল আমাদের একটি রাজিব বাস দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে এর প্রতিবাদে এবং আমাদের বাস, স্টাফদের জান-মালের নিরাপত্তার দাবিতে বাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন যৌথভাবে অনিদিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিচ্ছি। পুলিশ প্রশাসন বাস, শ্রমিক এবং স্টাফদের নিরাপত্তার আশ্বাস দিলে আমরা এই ধর্মঘট যেকোন সময় প্রত্যাহার করে নিবো।























