বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, একজন শিক্ষার্থীকে শুধু ব্যক্তিজীবনের ব্যস্ততা নিয়ে পড়ে থাকলে চলবে না। তার পুরো জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে যৌবনে আধ্যাত্মিক ইবাদত করা প্রয়োজন।
গতকাল মঙ্গলবার (১১ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইসলামী ছাত্রশিবির, চবি শাখার ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বান্দার সকল ইবাদতের মধ্যে একমাত্র ব্যতিক্রম হলো রমজান। কারণ বান্দা এটা শুধু আল্লাহ তায়ালার জন্য রাখে। ফলে রমজানের পুরষ্কার আল্লাহ তায়ালা নিজ হাতে দিবেন। রমজান মাস কোনো অনুষ্ঠান সর্বস্ব কোনো মাস নয়। যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু গুনাহ জাড়ল না, বেহায়াপনা ছড়লো না তার রোজা কোনো কাজে আসবে না। এই মাসে শুধু ব্যক্তিজীবনের ব্যস্ততা নিয়ে পড়ে থাকলে চলবে না, দিনে রোজা ও রাতে নফল ইবাদত করে সময় কাটাতে হবে। আমাদের যুবক বয়সে কোরআন নিয়ে গবেষণা করতে হবে।
তিনি আরও বলেন, আমরা এই পৃথিবীতে চিরজীবন থাকবো না। পৃথিবীতে শুধু একজন ব্যক্তির কর্মফল থাকবে। কারণ মৃত্যুর সাথে সাথে মানুষের কথা ভুলে যায় সবাই। যুবক বয়সে আল্লাহ তায়ালা ব্যক্তির ইবাদতকে বেশি পছন্দ করে। তাই অযথা সময় নষ্ট না করে আমরা যৌবন বয়সে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে।
অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোঃ এনায়েত উল্যা পাটওয়ারী। দারসুল কোরআন পেশ করা শেষে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোঃ এনায়েত উল্যা পাটওয়ারী বলেন, এই রমজান মাসে আমরা পরিকল্পনা করে কাজ করলে জীবনে বরকত আসবে। এটা কোরআন নাযিলের মাস, তাই কোরআন নিয়ে গবেষণা করেত হবে। এই পবিত্র কোরআন হলো মানবজাতির একমাত্র আদর্শ এবং গাইডবুক। এটা বিশ্ববাসীর জন্য একটা মহান উপদেশ। আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে থাকতে হলে কোরআনের পথে থাকতে হবে। কোরআনের শিক্ষাকে কাজে লাগিয়ে জীবন গড়তে হবে।
ছাত্রশিবিরের চবি শাখার দাওয়াহ্ সংগঠন “মিনার” এর তত্বাবধানে প্রতিদিন বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে দারসুল কুরআন ও গণ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রথম রমজান থেকে শুরু করে গণ ইফতার মাহফিলের কার্যক্রম চলবে ২০ রমজান পর্যন্ত। ছাত্র-ছাত্রী মিলিয়ে প্রতিদিন প্রায় দুই হাজারের বেশি শিক্ষার্থী গণ ইফতারে অংশগ্রহণ করেন।

























