জামালপুরের মাদারগঞ্জে সমবায় সমিতির নামে হাজার হাজার কোটি লুটপাটের প্রতিবাদে ভুক্তভোগীরা ডিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।
রবিবার (২৩ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা শহরের ডিসি অফিস সংলগ্ন ফৌজদারী মোড়ে মাদারগঞ্জ উপজেলার প্রায় ১২ হাজার ভূক্তভেগী এই অবস্থান কর্মসূচীতে অংশগ্রহন করে।
মাদারগঞ্জ সমবায় সমিতির টাকা আদায় আন্দোলন কমিটির আহবায়ক শিবলুল বারী রাজুর সভাপতিত্বে এবং মাহবুব আলম রতনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোজাহারুল হক মুজা, সাবেক সভাপতি আলী আক্কাস, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, মাদারগঞ্জ উপজেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মাফিজুর ইসলাম মাফি, ইমন আকন্দ, বিদুৎ, ফারুকসহ ক্ষতিগ্রস্ত গ্রাহকগণ।
এসময় বক্তারা বলেন, আল-আকাবা, শতদল, আল-আকসা, স্বদেশ, নবদ্বীপসহ ২৭টি সমবায় সমিতি হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গপছে। ইতোমধ্যে এই সমিতির সকল মালিকদের নামে ওয়ারেন্ট থাকলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। গত সরকারের সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মির্জা আজমের ছত্রছায়ায় এই হাজার কোটি টাকা লুটপাট করার সাহস তারা পেয়েছে।
বক্তারা আরও বলেন, এই সমবায় সমিতিগুলির মধ্যে আল-আকাবা, শতদল, আল-আকসা, স্বদেশসহ বড় সমিতিগুলির মালিকানা এবং পরিচালনার দায়িত্বে রয়েছে জামাতের নেতৃবৃন্দ। জেলাতে তারা এই লুটপাটের টাকায় হয়রত শাহ জামাল, বুলবুল হাসপাতালের মত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে কিন্তু তারা আমানতকারীদের টাকা ফেরত দিচ্ছে না। আমরা জামালপুর থেকে জামাতকে বয়কট করলাম। ৫টি আসনে কেউ জামাতকে ভোট দিবেন না।
এসময় আন্দোলনকারীরা জামাত ইসলাম বয়কট শ্লোগান দিতে দেখা যায়।
জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহ মুহাম্মদ ওয়ারেছ আলী মামুন বলেন, আমরা জামালপুরবাসী এই প্রতারণা কথা কারোরই অজানা নয়। যারা এই প্রতারণা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং একটা কমিটি করে দিতে হবে। প্রশাসন, পুলিশ, রাজনীতিবিদ এবং ভূক্তভূগী সবাইকে নিয়ে এই কমিটি করতে হবে।
আন্দোলনকারীদের চাপে এডিসি, এএসপি সমাবেশ এসে সাতদিনের মধ্যে সকল আসামীকে গ্রেপ্তারের করার আশ্বাস দেন এবং ডিসির সাথে পরামর্শ করে সাতদিনের মধ্যে জেলার বিভিন্ন রাজনৈতিক দলসহ প্রশাসন মিলে একটি টাকা আদায় সহায়ক কমিটি গঠনের কথা জানান। আশ্বাসের প্রেক্ষিতে বিকেল ৪টায় ভূক্তভূগিরা এই আন্দোলন স্থগিত করেন।
















