০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভাত খাওয়ার সময় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

 

 

চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের গুলিতে মো. মানিক আবদুল্লাহ (৩৬) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরিব উল্লাহপাড়া গ্রামের ভান্ডারী কলোনির একটি বাসায় ভাত খাওয়ার সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।এ ঘটনায় একই দলের প্রতিপক্ষের লোকজন জড়িত বলে সন্দেহ নিহত ব্যক্তির পরিবারের।নিহত যুবদল কর্মী মো. মানিক আবদুল্লাহ বাগোয়ান ইউনিয়নের গরিব উল্লাহপাড়া গ্রামের আবদুল মোতালেবের ছেলে। দীর্ঘদিন তিনি সংযুক্ত আরব আমিরাতে ছিলেন। গত বছরের অক্টোবরে তিনি দেশে ফিরেন। স্থানীয় রাজনীতিতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত মানিক আবদুল্লাহ।প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, শনিবার রাত সাড়ে ১২টার দিকে ভান্ডারী কলোনির হানিফ নামে এক ব্যক্তির ভাড়া বাসায় খাবার খেতে গিয়েছিলেন মানিক। এ সময় অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন মুখোশধারী সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড শটগানের কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি।’

 

জনপ্রিয় সংবাদ

ভাত খাওয়ার সময় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৭:০২:১০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

 

 

চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের গুলিতে মো. মানিক আবদুল্লাহ (৩৬) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরিব উল্লাহপাড়া গ্রামের ভান্ডারী কলোনির একটি বাসায় ভাত খাওয়ার সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।এ ঘটনায় একই দলের প্রতিপক্ষের লোকজন জড়িত বলে সন্দেহ নিহত ব্যক্তির পরিবারের।নিহত যুবদল কর্মী মো. মানিক আবদুল্লাহ বাগোয়ান ইউনিয়নের গরিব উল্লাহপাড়া গ্রামের আবদুল মোতালেবের ছেলে। দীর্ঘদিন তিনি সংযুক্ত আরব আমিরাতে ছিলেন। গত বছরের অক্টোবরে তিনি দেশে ফিরেন। স্থানীয় রাজনীতিতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত মানিক আবদুল্লাহ।প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, শনিবার রাত সাড়ে ১২টার দিকে ভান্ডারী কলোনির হানিফ নামে এক ব্যক্তির ভাড়া বাসায় খাবার খেতে গিয়েছিলেন মানিক। এ সময় অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন মুখোশধারী সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড শটগানের কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি।’