০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শতভাগ আবাসন ব্যবস্থা চেয়ে প্রশাসনকে চবি শিবিরের স্মারকলিপি প্রদান 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণের দাবীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি প্রদান করে চবি শাখা ছাত্রশিবির। উপাচার্যের কার্যালয়ে শাখা সেক্রেটারি মোহাম্মদ আলীর নেতৃত্বে এটি প্রদান করা হয়।
রবিবার (৪ই মে) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহইয়া আখতার তা গ্রহণ করেন।
শাখা প্রচার সম্পাদক ইসহাক ভূঁঞা প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রশিবির জানায়, এসময় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক  ড. মোহাম্মদ শামীম উদ্দিন খাঁন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোঃ এনায়েত উল্যা পাটওয়ারী উপস্থিত ছিলেন।
চবি ছাত্রশিবির সভাপতি মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত স্মারকলিপিতে আবাসন কেন্দ্রিক শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ ও কষ্টের কথা তুলে ধরে  এবং যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে বহুতল হল নির্মানের মাধ্যমে সকল শিক্ষার্থীকে আবাসনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়ে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৫৭ বছর অতিক্রান্ত হলেও শুধুমাত্র ২০% শিক্ষার্থীকে আবাসন সুবিধার আওতাভুক্ত করা হয়েছে।
২৩০০ একরের বৃহত্তর এই ক্যাম্পাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় আটাশ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত আছে। যাদের মধ্যে অধিকাংশই নিম্নমধ্যবিত্ত অথবা দরিদ্র পরিবারের সন্তান।
স্মারকলিপিতে বলা হয়, আর্থিক সমস্যার কারণে অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাসের আশেপাশে অস্বাস্থ্যকর ও নিম্নমানের কটেজ এবং বাসাবাড়িতে অবস্থান করে।
 অনেক শিক্ষার্থী তাদের নিয়মিত আবাসন এবং খাবারের খরচ যোগান দিতে গিয়ে দিনের অর্ধেক সময় টিউশন, ক্ষুদ্র ব্যবসা ও পার্ট টাইম জবে কাটিয়ে দেয়। ফলশ্রুতিতে নিয়মিত একাডেমিক কার্যক্রম থেকে শিক্ষার্থীরা অনেক পিছিয়ে পড়ছে।
এতে আরো বলা হয়, অনেক শিক্ষার্থী অর্থের যোগান দিতে ব্যর্থ হয়ে নিয়মিত মানসিক ট্রমায় ভুগছে এবং অনেকে নিয়মিত একাডেমিক কার্যক্রম থেকে ছিটকে পড়ছে। এ সকল সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে চবির সকল শিক্ষার্থীকে আবাসনের আওতায় নিয়ে আসা অতিব জরুরি।
অতএব, মহোদয়ের নিকট বিনীত নিবেদন এই যে, যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে বহুতল বিশিষ্ট আবাসিক হল নির্মানের মাধ্যমে শিক্ষার্থীদের শতভাগ আবাসন সুবিধা ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করবেন
ছাত্রশিবির জানায়, উপাচার্য শিক্ষার্থীদের দাবীর সাথে একমত পোষন করেন এবং শিক্ষার্থীদের আবাসন সমস্যার বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সচেতনতার কথা উল্লেখ করেন।
এসময় ছাত্রশিবির চবি শাখার শিক্ষা সম্পাদক, অফিস সম্পাদক, প্রচার সম্পাদক, এ এফ রহমান হল সভাপতি, সোহরাওয়ার্দী হল সভাপতি, শহীদ আব্দুর রব হল সভাপতি উপস্থিত ছিলেন
জনপ্রিয় সংবাদ

পদত্যাগের পরদিনই সায়েদুর রহমানকে একই পদে নিয়োগ

শতভাগ আবাসন ব্যবস্থা চেয়ে প্রশাসনকে চবি শিবিরের স্মারকলিপি প্রদান 

আপডেট সময় : ১০:০৫:০২ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণের দাবীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি প্রদান করে চবি শাখা ছাত্রশিবির। উপাচার্যের কার্যালয়ে শাখা সেক্রেটারি মোহাম্মদ আলীর নেতৃত্বে এটি প্রদান করা হয়।
রবিবার (৪ই মে) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহইয়া আখতার তা গ্রহণ করেন।
শাখা প্রচার সম্পাদক ইসহাক ভূঁঞা প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রশিবির জানায়, এসময় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক  ড. মোহাম্মদ শামীম উদ্দিন খাঁন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোঃ এনায়েত উল্যা পাটওয়ারী উপস্থিত ছিলেন।
চবি ছাত্রশিবির সভাপতি মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত স্মারকলিপিতে আবাসন কেন্দ্রিক শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ ও কষ্টের কথা তুলে ধরে  এবং যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে বহুতল হল নির্মানের মাধ্যমে সকল শিক্ষার্থীকে আবাসনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়ে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৫৭ বছর অতিক্রান্ত হলেও শুধুমাত্র ২০% শিক্ষার্থীকে আবাসন সুবিধার আওতাভুক্ত করা হয়েছে।
২৩০০ একরের বৃহত্তর এই ক্যাম্পাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় আটাশ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত আছে। যাদের মধ্যে অধিকাংশই নিম্নমধ্যবিত্ত অথবা দরিদ্র পরিবারের সন্তান।
স্মারকলিপিতে বলা হয়, আর্থিক সমস্যার কারণে অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাসের আশেপাশে অস্বাস্থ্যকর ও নিম্নমানের কটেজ এবং বাসাবাড়িতে অবস্থান করে।
 অনেক শিক্ষার্থী তাদের নিয়মিত আবাসন এবং খাবারের খরচ যোগান দিতে গিয়ে দিনের অর্ধেক সময় টিউশন, ক্ষুদ্র ব্যবসা ও পার্ট টাইম জবে কাটিয়ে দেয়। ফলশ্রুতিতে নিয়মিত একাডেমিক কার্যক্রম থেকে শিক্ষার্থীরা অনেক পিছিয়ে পড়ছে।
এতে আরো বলা হয়, অনেক শিক্ষার্থী অর্থের যোগান দিতে ব্যর্থ হয়ে নিয়মিত মানসিক ট্রমায় ভুগছে এবং অনেকে নিয়মিত একাডেমিক কার্যক্রম থেকে ছিটকে পড়ছে। এ সকল সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে চবির সকল শিক্ষার্থীকে আবাসনের আওতায় নিয়ে আসা অতিব জরুরি।
অতএব, মহোদয়ের নিকট বিনীত নিবেদন এই যে, যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে বহুতল বিশিষ্ট আবাসিক হল নির্মানের মাধ্যমে শিক্ষার্থীদের শতভাগ আবাসন সুবিধা ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করবেন
ছাত্রশিবির জানায়, উপাচার্য শিক্ষার্থীদের দাবীর সাথে একমত পোষন করেন এবং শিক্ষার্থীদের আবাসন সমস্যার বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সচেতনতার কথা উল্লেখ করেন।
এসময় ছাত্রশিবির চবি শাখার শিক্ষা সম্পাদক, অফিস সম্পাদক, প্রচার সম্পাদক, এ এফ রহমান হল সভাপতি, সোহরাওয়ার্দী হল সভাপতি, শহীদ আব্দুর রব হল সভাপতি উপস্থিত ছিলেন