শান্ত-মুশফিকে দ্বিতীয় সেশনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এই সেশনে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। দুজনেই পঞ্চাশ পেরিয়ে খেলছেন আর তাদের শতরানের জুটিতে বাংলাদেশের রানের চাকাও ঘুরছে। দ্বিতীয় সেশনে ৩০ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে ৯২ রান তুলেছে বাংলাদেশ। নাজমুল ১৪৩ বলে ৭০ ও মুশফিক ১১১ বলে ৬৬ রানে অপরাজিত। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ১৩৭ রানের জুটি গড়েছেন দুই ব্যাটসম্যান, ২৫১ বলে। টেস্টে তাদের মধ্যে এটাই প্রথম শতরানের জুটি। আগের সেরা ছিল নিউ জিল্যান্ডের বিপক্ষে ৯৮, ২০২৩ সালের নভেম্বরে সিলেট টেস্টে।
শান্ত-মুশফিকের হাফ সেঞ্চুরি, জুটির একশ
দ্বিতীয় সেশনে শান্ত-মুশফিকের জমাট ব্যাটিংয়ে এগোচ্ছে বাংলাদেশ। শান্তর ফিফটির পর অর্ধশতক হাঁকালেন মুশফিকও। দুজনের জুটিতে একশ’ও পেরিয়ে গেছে। মুশফিক ৫০ ও নাজমুল ৫১ রানে ব্যাট করছেন। ১৯১ বলে ১০২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন। টেস্টে এটা মুশফিক ও শান্তর সর্বোচ্চ রানের জুটি।
শান্ত-মুশফিকের ব্যাটে ১০০ পেরিয়ে বাংলাদেশ
চতুর্থ উইকেটে ৭১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন শান্ত ও মুশফিক। এতে ১০০ পেরিয়ে গেছে দলীয় স্কোর। ৩৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১১৬। ৫৩ বলে মুশফিকের রান ৩৫। শান্তর রান ৬৪ বলে ৩৫।
এর আগে গল টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারে অফ স্টাম্পের বাইরে ভালো লেংথের বল ব্যাটে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন বিজয়। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তিনি। এরপর শান্তকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন মুমিনুল। এরপর দ্রুতই জোড়া উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সাদমান ১৪ ও মুমিনুল ২৯ রান করে ফিরে যান।
এরপর শান্ত ও মুশফিক মিলে প্রতিরোধ গড়েন।
এমআর/সব
শিরোনাম
শান্ত-মুশফিকে দ্বিতীয় সেশন বাংলাদেশের
-
সবুজ বাংলা স্পোর্টস ডেস্ক - আপডেট সময় : ০৩:৪৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- ।
- 83
জনপ্রিয় সংবাদ


























