আলজেরিয়ার ‘৫ জুলাই ১৯৬২’ স্টেডিয়ামে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় এমসি আলজার দলের এক সমর্থকের মৃত্যু হয়েছে। ক্লাবটি জানিয়েছে, এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেববুন শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

শনিবার স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এমসি আলজার টানা দ্বিতীয়বারের মতো আলজেরিয়ান শীর্ষ লিগের শিরোপা জয়ের পর, দর্শকদের উল্লাসের সময় উপরের গ্যালারি থেকে পড়ে এক দর্শকের মৃত্যু এবং বেশ কয়েকজনের আহত হওয়ার ঘটনা ঘটে।
এমসি আলজার ইনস্টাগ্রামে একটি পোস্টে জানায়, “অত্যন্ত দুঃখ ও শোকের সাথে আমরা আমাদের সমর্থক ইউনেস আমগুজ্জির মৃত্যুসংবাদ গ্রহণ করেছি, যিনি উপরতলার গ্যালারি থেকে পড়ে প্রাণ হারিয়েছেন।”
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, এই দুর্ঘটনার কারণ ছিল উপরতলার একটি রেলিং ভেঙে পড়া, যার ফলে কয়েকজন দর্শক নিচে পড়ে যান। ‘এল হেদ্দাফ টিভি’ তাদের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে রেলিংয়ের একাংশ নিচে ধসে পড়তে দেখা যায়।
আহত দর্শকদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে এমসি আলজারের খেলোয়াড়, কর্মকর্তা ও কর্মচারীরাও ছুটে যান এবং রক্তদান করেন। ঘটনার পর শিরোপা প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়।
আরকে/সবা


























