চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে ৫০০ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারির নাম আব্দুল মালেক রুবেল (২৫)। সে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের কৈলসাঘোনা রোড়ের মোহাম্মদ উল্লার ছেলে। সোমবার (২ অক্টোবর) রাত ৯ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তার প্যান্টের পকেটে করে পাচারের সময় ৫০০ ইয়াবাসহ তাকে আটক করা হয়। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন এই প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে সন্দেহভাজন একজনকে আটক করা হয়। এবং পরে তার প্যান্টের পকেট তল্লাশি করে ৫০০ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শিরোনাম
চট্টগ্রামের মিরসরাইয়ে ইয়াবা কারবারি আটক
-
সবুজ বাংলা - আপডেট সময় : ০৭:০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
- ।
- 101
জনপ্রিয় সংবাদ

























