‘আমরা সবার কাছে দোয়া চাই। তিনটি ম্যাচই যেন ভালো খেলতে পারি। গোলরক্ষক হিসেবে আমার দায়িত্ব গোল সেভ করা। কোচের নির্দেশনায় আমরা কঠোর অনুশীলন করে যাচ্ছি।’ কথাগুলো বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমার। বাংলাদেশ দল এখানে মিয়ানামারে। উদ্দেশ্য এএফসি ওমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে সি-গ্রুপে অংশ নেয়া।
রবিবার গ্রুপে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ বাহরাইন। এর আগে থেকেই সেখানে বৃষ্টির মধ্যে ঘাম ঝরিয়ে যাচ্ছে মারিয়া-সাগরিকারা। কিন্তু অঝোর বর্ষণেও তাদের একাগ্রতায় চিড় ধরেনি। শুধু বাহরাইন নয়, তিনটি ম্যাচেই গোলপোস্ট অক্ষত রাখতে চায় বাংলাদেশ।
বাংলাদেশ ২৫ জুন সকালে মিয়ানমারের ইয়াঙ্গুনে পৌঁছে। এরপর থেকেই তারা বৃষ্টির কবলে। শুক্রবারও বৃষ্টি হয়েছে। এর মধ্যেই অনুশীলন চলছে। অনুশীলন শেষে বাফুফের দেওয়া বার্তায় বাংলাদেশ দলের গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলেছেন, ‘এশিয়ান পর্যায়ে যে ধাঁচের পারফরম্যান্স দরকার, আমি সেভাবে গোলরক্ষক রূপনা ও অন্যদের তৈরি করছি। আশা করছি আমরা ভালো কিছু করেই দেশে ফিরবো।’
তবে প্রশ্ন উঠেছে বাহরাইনের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ সন্ধ্যায়, কিন্তু বাংলাদেশ কোচ পিটার বাটলার তার দলকে অনুশীলন করাচ্ছেন সকালে! এর কারণ কি, এটা বাফুফে এখনও জানায়নি।
আরকে/সবা


























