০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শেষ ষোলোয় হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তাপ

নকআউটে রিয়াল-জুভেন্টাস মুখোমুখি

গোল করার পর ভিনিসিয়ুসকে অভিনন্দন জানাচ্ছেন জুড বেলিংহ্যাম

আসরে প্রথম গোলের দেখা পেলেন, খুব গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে জয়ের পথে এগিয়ে নিলেন। তবে ভিনিসিয়ুস জুনিয়র সবচেয়ে বেশি খুশি ফেদেরিকো ভালভের্দের গোলে অবদান রাখতে পেরে। রেড বুল সালসবুর্গের বিপক্ষে ব্যাকহিল অ্যাসিস্টকে তার ক্যারিয়ারে সেরা মনে করছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। ফিলাডেলফিয়ায় বাংলাদেশ সময় গতকাল সকাল ৭টায় ম্যাচটি ৩-০ গোলে জিতে, ‘এইচ’ গ্রুপের সেরা হয়ে ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে রিয়াল মাদ্রিদ। জাল অক্ষত রেখে জয়, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া, সবকিছুই বাড়তি আনন্দ দিচ্ছে মাদ্রিদের দলটিকে। এর মাঝে আরেকটি বিষয় নজর করেছে, শিরোপাশূন্য মৌসুমের পর নতুন কোচের হাত ধরে একটু একটু করে যেন চেনা ছন্দে ফিরছে রিয়াল। গোল করে ও করিয়ে ভিনিসিয়ূসও বিধ্বংসী রূপে ফেরার বার্তা দিয়েছেন। চমৎকার পাসটি দিতে পেরে ম্যাচ সেরা ভিনিসিয়ুস কতটা উচ্ছ্বসিত, ম্যাচের পর তার কণ্ঠেই তা ফুটে উঠল। ‘অ্যাসিস্টটি করতে পেরে আমি খুব খুশি। আমার মনে হয়, এটা আমার ক্যারিয়ারে সেরাগুলোর একটি।’
ডিএজেডএনকে দেওয়া সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় কোচ আলোন্সো অবশ্য সাবেক সতীর্থের পাসটিকেই এগিয়ে রাখলেন। ‘ভিনির পাসটি খুব ভালো ছিল, কিন্তু আমি (সেই ম্যাচে) গুতির সঙ্গে মাঠে ছিলাম এবং সেটা ছিল অবিশ্বাস্য। তাই আমি ওটাকেই এগিয়ে রাখব। তবে ভিনির পাসটাও প্রায়, প্রায় একই রকমের।’

হতাশারজনক ওই ড্রয়ের পর, টানা দুই ম্যাচে তিনটি করে গোল করে জিতল ইউরোপের সফলতম দলটি। ধীরে ধীরে দল নতুন কোচের কৌশলে মানিয়ে নিচ্ছে বলে মনে করেন ভিনিসিয়ুস। ‘খুব ভালো দুটি সপ্তাহ কাটছে। আমরা আত্মবিশ্বাস অর্জন করছি এবং কোচ কী চান, যতটা দ্রুত সম্ভব আমরা তা বোঝার চেষ্টা করছি। আমাকে একটু ভেতরে খেলতে হবে এবং এই কৌশল সবসময় আমি পছন্দ করি, এতে আমি আরও গোলের কাছে থাকি।’

শেষ ষোলো বা নকআউট পবে রয়েছে বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচ। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে লিওনেল মেসির ইন্টার মায়ামি বনাম তার সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) দ্বৈরথ। এছাড়া ইউরোপের আরেক হেভিওয়েট ম্যাচে মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস।প্রথম পর্বে সবচেয়ে বড় চমক ছিল ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো ও ফ্ল্যামিঙ্গোর কাছে পিএসজি ও চেলসির হার। এছাড়া ইউরোপিয়ান দলগুলোর মধ্যে বিদায় নিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ, পোর্তো এবং সালজবুর্গ। ব্রাজিল থেকে আসা চারটি ক্লাবের প্রতিটি শেষ ষোলো নিশ্চিত করলেও আর্জেন্টিনার দুটি শীর্ষ ক্লাব বোকা জুনিয়র্স এবং রিভার প্লেট বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। শেষ ষোলো নিশ্চিত করা দলগুলো কে কার মুখোমুখি দেখে নেওয়া যাক।

শেষ ষোলোয় কে কার মুখোমুখি

তারিখ      ম্যাচ                                          সময়                              ভেন্যু

২৮ জুন   পালমেইরাস-বোতাফোগো     রাত ১০টা                ফিলাডেলফিয়া
২৮ জুন   বেনফিকা-চেলসি                    রাত ২টা                   শার্লট
২৯ জুন   পিএসজি-ইন্টার মায়ামি          রাত ১০টা                 আটলান্টা
২৯ জুন   ফ্ল্যামেঙ্গো-বায়ার্ন মিউনিখ      রাত ২টা                   মিয়ামি
৩০ জুন   ইন্টার মিলান-ফ্লুমিনেন্স       রাত ১টা                    শার্লট
১ জুলাই   ম্যান সিটি-আল হিলাল           সকাল ৭টা                অরল্যান্ডো
১ জুলাই   রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস         রাত ১টা                   মায়ামি
২ জুলাই বরুশিয়া ডর্টমুন্ড-মন্তেরেই       সকাল ৭টা               আটলান্টা

* বাংলাদেশ সময় অনুযায়ী

ম্যাচের ফল

জুভেন্টাস ২ : ৫ ম্যানচেস্টার সিটি
কাসাব্ল্যাঙ্কা ১ : ২ আল আইন
আল হিলাল ২ : ০ পাচুকা
সালসবুর্গ ০ : ৩ রিয়াল মাদ্রিদ

জনপ্রিয় সংবাদ

হাদির খুনি ফয়সালের ভিডিওবার্তা নিয়ে যা জানা গেল

শেষ ষোলোয় হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তাপ

নকআউটে রিয়াল-জুভেন্টাস মুখোমুখি

আপডেট সময় : ১১:০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

আসরে প্রথম গোলের দেখা পেলেন, খুব গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে জয়ের পথে এগিয়ে নিলেন। তবে ভিনিসিয়ুস জুনিয়র সবচেয়ে বেশি খুশি ফেদেরিকো ভালভের্দের গোলে অবদান রাখতে পেরে। রেড বুল সালসবুর্গের বিপক্ষে ব্যাকহিল অ্যাসিস্টকে তার ক্যারিয়ারে সেরা মনে করছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। ফিলাডেলফিয়ায় বাংলাদেশ সময় গতকাল সকাল ৭টায় ম্যাচটি ৩-০ গোলে জিতে, ‘এইচ’ গ্রুপের সেরা হয়ে ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে রিয়াল মাদ্রিদ। জাল অক্ষত রেখে জয়, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া, সবকিছুই বাড়তি আনন্দ দিচ্ছে মাদ্রিদের দলটিকে। এর মাঝে আরেকটি বিষয় নজর করেছে, শিরোপাশূন্য মৌসুমের পর নতুন কোচের হাত ধরে একটু একটু করে যেন চেনা ছন্দে ফিরছে রিয়াল। গোল করে ও করিয়ে ভিনিসিয়ূসও বিধ্বংসী রূপে ফেরার বার্তা দিয়েছেন। চমৎকার পাসটি দিতে পেরে ম্যাচ সেরা ভিনিসিয়ুস কতটা উচ্ছ্বসিত, ম্যাচের পর তার কণ্ঠেই তা ফুটে উঠল। ‘অ্যাসিস্টটি করতে পেরে আমি খুব খুশি। আমার মনে হয়, এটা আমার ক্যারিয়ারে সেরাগুলোর একটি।’
ডিএজেডএনকে দেওয়া সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় কোচ আলোন্সো অবশ্য সাবেক সতীর্থের পাসটিকেই এগিয়ে রাখলেন। ‘ভিনির পাসটি খুব ভালো ছিল, কিন্তু আমি (সেই ম্যাচে) গুতির সঙ্গে মাঠে ছিলাম এবং সেটা ছিল অবিশ্বাস্য। তাই আমি ওটাকেই এগিয়ে রাখব। তবে ভিনির পাসটাও প্রায়, প্রায় একই রকমের।’

হতাশারজনক ওই ড্রয়ের পর, টানা দুই ম্যাচে তিনটি করে গোল করে জিতল ইউরোপের সফলতম দলটি। ধীরে ধীরে দল নতুন কোচের কৌশলে মানিয়ে নিচ্ছে বলে মনে করেন ভিনিসিয়ুস। ‘খুব ভালো দুটি সপ্তাহ কাটছে। আমরা আত্মবিশ্বাস অর্জন করছি এবং কোচ কী চান, যতটা দ্রুত সম্ভব আমরা তা বোঝার চেষ্টা করছি। আমাকে একটু ভেতরে খেলতে হবে এবং এই কৌশল সবসময় আমি পছন্দ করি, এতে আমি আরও গোলের কাছে থাকি।’

শেষ ষোলো বা নকআউট পবে রয়েছে বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচ। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে লিওনেল মেসির ইন্টার মায়ামি বনাম তার সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) দ্বৈরথ। এছাড়া ইউরোপের আরেক হেভিওয়েট ম্যাচে মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস।প্রথম পর্বে সবচেয়ে বড় চমক ছিল ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো ও ফ্ল্যামিঙ্গোর কাছে পিএসজি ও চেলসির হার। এছাড়া ইউরোপিয়ান দলগুলোর মধ্যে বিদায় নিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ, পোর্তো এবং সালজবুর্গ। ব্রাজিল থেকে আসা চারটি ক্লাবের প্রতিটি শেষ ষোলো নিশ্চিত করলেও আর্জেন্টিনার দুটি শীর্ষ ক্লাব বোকা জুনিয়র্স এবং রিভার প্লেট বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। শেষ ষোলো নিশ্চিত করা দলগুলো কে কার মুখোমুখি দেখে নেওয়া যাক।

শেষ ষোলোয় কে কার মুখোমুখি

তারিখ      ম্যাচ                                          সময়                              ভেন্যু

২৮ জুন   পালমেইরাস-বোতাফোগো     রাত ১০টা                ফিলাডেলফিয়া
২৮ জুন   বেনফিকা-চেলসি                    রাত ২টা                   শার্লট
২৯ জুন   পিএসজি-ইন্টার মায়ামি          রাত ১০টা                 আটলান্টা
২৯ জুন   ফ্ল্যামেঙ্গো-বায়ার্ন মিউনিখ      রাত ২টা                   মিয়ামি
৩০ জুন   ইন্টার মিলান-ফ্লুমিনেন্স       রাত ১টা                    শার্লট
১ জুলাই   ম্যান সিটি-আল হিলাল           সকাল ৭টা                অরল্যান্ডো
১ জুলাই   রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস         রাত ১টা                   মায়ামি
২ জুলাই বরুশিয়া ডর্টমুন্ড-মন্তেরেই       সকাল ৭টা               আটলান্টা

* বাংলাদেশ সময় অনুযায়ী

ম্যাচের ফল

জুভেন্টাস ২ : ৫ ম্যানচেস্টার সিটি
কাসাব্ল্যাঙ্কা ১ : ২ আল আইন
আল হিলাল ২ : ০ পাচুকা
সালসবুর্গ ০ : ৩ রিয়াল মাদ্রিদ