আরও দুই বছর আল নাসরেই খেলবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন চুক্তিতে তার বেতন ঘণ্টায় বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ টাকার বেশি। চুক্তির পর সৌদি লিগের উঁচু মানের প্রশংসাই করলেন রোনালদো। ‘এক্সে’ প্রকাশ করা আল নাসরের ভিডিও বার্তায় রোনালদো বললেন, ‘আমরা অবশ্যই উন্নতির পথে আছি। আমার বিশ্বাস, এই মুহূর্তে আমরা (সৌদি প্রো লিগ) শীর্ষ ৫ লিগের মধ্যে আছি। আমি বিশ্বাস করি আরও উন্নতি করব। সেই সময় আমাদের আছে। গত দুই বছরে আমরা দেখিয়েছি, এই লিগ সবসময় ওপরের দিকে যাচ্ছে।’
ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা আর সিরি ‘এ’তে খেলেছেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগে খেলেছেন ইউরোপের শীর্ষ অন্য লিগগুলোর বিপক্ষেও। সেই অভিজ্ঞতা থেকে তিনি বললেন, ‘‘যারা কখনও সৌদি আরবে খেলেনি, যারা ফুটবলের কিছুই বোঝে না, শুধু তারাই বলে এই লিগ শীর্ষ ৫ লিগের মধ্যে নেই। নিজের কথাটা আমি শতভাগ বিশ্বাস করি। যারা এই লিগে খেলে, তারা জানে কী নিয়ে কথা বলছি আমি।’ সৌদি প্রো লিগের মানের পাশাপাশি ২০৩৪ বিশ্বকাপ নিয়েও নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনালদো। তার বিশ্বাস সেই বিশ্বকাপ হবে সবচেয়ে সুন্দর, ‘এই প্রকল্পে আমার বিশ্বাস আছে বলেই রয়ে গেছি (সৌদিতে)। শুধু সামনের দুই বছর নয়, ২০৩৪ বিশ্বকাপ পর্যন্তও, যেটি হবে সৌদি আরবে। আমার বিশ্বাস, এটা হবে সবচেয়ে সুন্দর।’


























