চলতি মাসে তিনটি নিম্নচাপ হতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রাও স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।
বুধবার (০২ জুলাই) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির পরিচালক মো. মমিনুল ইসলাম সবুজ বাংলাকে জানিয়েছেন, জুলাই মাসে বঙ্গোপসাগরে ৪ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে এক থেকে তিনটি নিম্নচাপে পরিণত হতে পারে। দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। নেই বন্যার কোনো আশঙ্কা।
এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। ১০ থেকে ১২ দিন বিজলিসহ বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া বিচ্ছিন্নভাবে তিন থেকে পাঁচটি মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
এমআর/সবা
শিরোনাম
এ মাসে তিনটি নিম্নচাপ হতে পারে
-
সবুজ বাংলা অনলাইন রিপোর্ট - আপডেট সময় : ০৭:৫৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- ।
- 73
জনপ্রিয় সংবাদ
























