১১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
গ্র্যান্ডমাস্টার জিয়া মেমোরিয়াল দাবা

সুব্রত এখনও ধরে রেখেছেন শীর্ষস্থান

দাবার চালে মগ্ন সুব্রত

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের স্মরণে ‘গ্র্যান্ডমাস্টার জিয়া মেমোরিয়াল দাবা’র অষ্টম রাউন্ডের খেলা শেষে স্পোর্টস বাংলার ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ৭ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছেন।

সাড়ে ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ভারতের আন্তর্জাতিক মাস্টার কুশাগ্রা মোহন যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে তিনে আছেন : বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ ও নারী ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু, অনত চৌধুরী, নেপালের ক্যান্ডিডেট মাস্টার রিশন থাপা ও ক্যান্ডিডেট মাস্টার সিলওয়াল পুরুষোত্তম।

অষ্টম রাউন্ডের খেলা আজ বৃহস্পতিবার(১০ জুলাই) অনুষ্ঠিত হয়। অষ্টম রাউন্ডের খেলায় সুব্রত ভারতের আন্তর্জাতিক মাস্টার শুভায়ন কুন্ডুকে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়কে, আন্তর্জাতিক মাস্টার কুশাগ্রা মোহন নারী ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবুকে, তাশরিক সায়হান শান ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদকে, ক্যান্ডিডেট মাস্টার সিলওয়াল পুরুষোত্তম ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষকে, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ইফতেখার আলমকে, শেখ রাশেদুল হাসান মুহতাদি তাজওয়ার নাশিদকে এবং দেলোয়ার হোসেন ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীকে হারান।

আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন অনত চৌধুরীর সাথে, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ ক্যান্ডিডেট মাস্টার রিশোন থাপার সাথে, মোহাইমেনুল ইসলাম ফিদেমাস্টার সাকলাউন মোস্তফা সাজিদের সাথে, ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী ফিদেমাস্টার শরীফ হোসেনের সাথে ও ক্যান্ডিডেট মাস্টার মনির হোসেন ক্যান্ডিডেট মাস্টার শফিক আহমেদের সাথে ড্র করেন।

আগামীকাল (শুক্রবার) সকাল ১০টা থেকে নবম ও শেষ রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে। খেলা শেষে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যুব ও ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ডমাস্টার জিয়া মেমোরিয়াল দাবা

সুব্রত এখনও ধরে রেখেছেন শীর্ষস্থান

আপডেট সময় : ০৮:২৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের স্মরণে ‘গ্র্যান্ডমাস্টার জিয়া মেমোরিয়াল দাবা’র অষ্টম রাউন্ডের খেলা শেষে স্পোর্টস বাংলার ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ৭ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছেন।

সাড়ে ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ভারতের আন্তর্জাতিক মাস্টার কুশাগ্রা মোহন যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে তিনে আছেন : বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ ও নারী ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু, অনত চৌধুরী, নেপালের ক্যান্ডিডেট মাস্টার রিশন থাপা ও ক্যান্ডিডেট মাস্টার সিলওয়াল পুরুষোত্তম।

অষ্টম রাউন্ডের খেলা আজ বৃহস্পতিবার(১০ জুলাই) অনুষ্ঠিত হয়। অষ্টম রাউন্ডের খেলায় সুব্রত ভারতের আন্তর্জাতিক মাস্টার শুভায়ন কুন্ডুকে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়কে, আন্তর্জাতিক মাস্টার কুশাগ্রা মোহন নারী ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবুকে, তাশরিক সায়হান শান ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদকে, ক্যান্ডিডেট মাস্টার সিলওয়াল পুরুষোত্তম ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষকে, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ইফতেখার আলমকে, শেখ রাশেদুল হাসান মুহতাদি তাজওয়ার নাশিদকে এবং দেলোয়ার হোসেন ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীকে হারান।

আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন অনত চৌধুরীর সাথে, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ ক্যান্ডিডেট মাস্টার রিশোন থাপার সাথে, মোহাইমেনুল ইসলাম ফিদেমাস্টার সাকলাউন মোস্তফা সাজিদের সাথে, ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী ফিদেমাস্টার শরীফ হোসেনের সাথে ও ক্যান্ডিডেট মাস্টার মনির হোসেন ক্যান্ডিডেট মাস্টার শফিক আহমেদের সাথে ড্র করেন।

আগামীকাল (শুক্রবার) সকাল ১০টা থেকে নবম ও শেষ রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে। খেলা শেষে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যুব ও ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

আরকে/সবা