টুর্নামেন্টের শুরু থেকে অন্যদের চেয়ে পয়েন্টে এগিয়ে ছিলেন তিনি। ফলে ধারণা করা হচ্ছিল, শেষ পর্যন্ত তার ভাগ্যেই লেখা হতে যাচ্ছে কাঙ্খিত শিরোপাটা। গতকাল হয়েছেও তাই। প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান স্মরণে ‘গ্র্যান্ডমাস্টার জিয়া মেমোরিয়াল’ দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন স্পোর্টস বাংলার ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস। জাতীয় ক্রীড়া পরিষদে অবস্থিত বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত এই আসরে সুব্রত ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। সাড়ে ৭ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে প্রয়াত জিয়ার ছেলে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া রানারআপ ও ভারতের আন্তর্জাতিক মাস্টার কুশাগ্রা মোহন তৃতীয় স্থান লাভ করেন।
সাড়ে ৬ পয়েন্ট নিয়ে ভারতের আন্তর্জাতিক মাস্টার শুভায়ন কুন্ডু চতুর্থ, আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় পঞ্চম ও অনত চৌধুরী ষষ্ঠ হন। ৬ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ সপ্তম ও ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম অষ্টম হন।

বিশেষ পুরস্কার পান যথাক্রমে সেরা রেটেড খেলোয়াড় শেখ রাশেদলু হাসান, সেরা জুনিয়র নেপালের ক্যান্ডিডেট মাস্টার সিলওয়াল পুরুষোত্তম এবং সেরা নারী মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু।
শুক্রবার অনুষ্ঠিত নবম রাউন্ডের খেলায় সুব্রত আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিনকে, তাহসিন ফিদেমাস্টার সেখ নাসির আহমেদকে, কুশাগ্রা পুরুষোত্তমকে, মনন খুশবুকে, শুভায়ন রিশোন থাপাকে, অনত তাশরিক সায়হান শানকে, আমিনুল মোহাইমেনুল ইসলামকে, সাকলাইন ফিদেমাস্টার শরীফ হোসেনকে ও রাশেদুল ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জীকে হারান।
খেলা শেষে বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আরও উপস্থিত ছিলেন : দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ড. তৈয়বুর রহমান, আন্তর্জাতিক নারী মাস্টার রানী হামিদ, গ্র্যান্ডমাস্টার জিয়ার স্ত্রী তাসমিন সুলতানা ও ইংল্যান্ড প্রবাসী সাবেক দাবাড়ু গোলাম সাব্বির আলী।
প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে নগদ পাঁচ লাখ টাকা অর্থ পুরস্কার দেয়া হয়। চ্যাম্পিয়ন সুব্রত দেড় লাখ টাকা, রানারআপ তাহসিন এক লাখ টাকা এবং তৃতীয় কুশাগ্রা ৭৫ হাজার টাকা অর্থ পুরস্কার পান।
আরকে/সবা


























